নদীর পাড় থেকে উদ্ধার নির্যাতিতা নাবালিকার বস্তাবন্দি দেহ , তীব্র উত্তেজনা ধূপগুড়িতে

অক্টোবর ০২, ২০২৩ দুপুর ০৪:৩৬ IST
651a9b789b46e_1200-675-19661515-thumbnail-16x9-jal-aspera

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - গত তিন দিন নিখোঁজ থাকার পর রবিবার রাতে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ।দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ধূপগুড়িতে।

সূত্রের খবর , ওই নাবালিকা ধূপগুড়ি ব্লকের বাসিন্দা। পঞ্চম শ্রেণির ছাত্রী। গত ২৯ সেপ্টেম্বর বাড়ির পাশের গলি থেকে নিখোঁজ ছিল বছর এগারোর ওই নাবালিকা। এরপরই নাবালিকার পরিবারের লোকজন ধূপগুড়ি থানায় নিখোঁজ হবার অভিযোগ দায়ের করেন। তারপর থেকেই পুলিশ স্নিফার ডগ নামিয়ে তার সন্ধান শুরু করে। 

রবিবার রাতে আলিপুরদুয়ারের ফালাকাটা থানা এলাকার দুদুয়া নদী থেকে নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। নিখোঁজ নাবালিকা এবং বস্তাবন্দি নাবালিকার বয়সের মিল থাকায় ধূপগুড়ি জেলা হাসপাতালে মৃতদেহ নিয়ে যাওয়া হয় খতিয়ে দেখার জন্য। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে। রবিবার গভীর রাতেই জলপাইগুড়ি সদর হাসপাতালে গিয়ে নাবালিকার পরিবার নাবালিকার মৃতদেহ শনাক্ত করে।

তারপরই এই ঘটনায় পুলিশ গ্রেফতার করে এক যুবককে। ধৃত যুবক নাবালিকার প্রতিবেশী। ধৃত যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার পর সে নিজেই স্বীকার করেছেন যে , বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের পর নাবালিকাকে খুন করেন৷ এরপরই নাবালিকার দেহ সাকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুদুয়া নদীতে ফেলে দেন। তারপরই সেখান থেকে সে চলে যায় তার শশুর বাড়িতে। 

নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে , নাবালিকার বাবার বন্ধু হবার সুবাদে প্রায়শই ওই যুবকদের যাতায়াত ছিল নাবালিকাদের বাড়িতে। নিখোঁজ হবার দিনও একাধিকবার তাদের বাড়ি গিয়েছিলেন ধৃত যুবক। 

এই ঘটনায় ধূপগুড়ি গ্রামীণের ডিএসপি ওয়াংদেন ভুটিয়া জানিয়েছেন, ‘‘পরিবারের সঙ্গে গ্রামেই রয়েছি। ওদের সঙ্গে কথা বলছি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ"।

এপ্রসঙ্গে নাবালিকার কাকিমা জানান, ‘‘শুক্রবার থেকে অনেক জায়গায় খুঁজেও খোঁজ পায়নি। রবিবার রাতে পুলিশ জানায় দুদুয়া নদী থেকে বস্তাবন্দি একটি মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। আমাদের মেয়ের দেহ। ওকে ধর্ষন করে খুন করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। প্রতিবেশী এক জনের উপর সন্দেহ ছিল আমাদের। তাকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি"।

ভিডিয়ো

Kitchen accessories online