তিন দিনের পাবনা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন

সেপ্টেম্বর ২৭, ২০২৩ রাত ১০:১২ IST
651430eb0311f_Screenshot_2023-09-27-19-10-36-58_cfbcc17267b0464af8bff0542436bc64

নিজস্ব প্রতিনিধি, ঢাকা - ৩ দিনের সফরে আজ নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন। সেখানে পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ৫০০ শয্যাবিশিষ্ট একটি জেনারেল হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করবেন তিনি। গত মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান।

এদিন মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, ' আজ বিকেলে তিন দিনের সফরে পাবনার উদ্দেশ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি। সেখানে একটি জনসভায় ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন জেলার সাঁথিয়া উপজেলায় নৌকাবাইচ-পূর্ব এক জনসমাবেশে ভাষণ দেবেন'।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে শহর ও আশপাশে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন এই উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। এছাড়াও আগামী ২৯ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ভিডিয়ো

Kitchen accessories online