নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - তিন হাজার টাকা লাগবে বেসরকারি অ্যাম্বুলেন্সে মৃতদেহ নিয়ে যেতে। কিন্তু মায়ের চিকিত্সা ও সাংসারিক খরচের জন্য শেষ হয়ে গিয়েছে দিনমজুরির আয়ের টাকা। শেষ পর্যন্ত টাকা জোগাড় করতে না পেরে মৃত মায়ের দেহ কাঁধে তুলেই শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করল ছেলে।পরে যদিও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অসহায় বাবা ও ছেলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের নগরডাঙ্গি এলাকার বাসিন্দা লক্ষ্মীরানি দেওয়ান (৭২)। তাকে ভর্তি করানো হয়েছিল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। কিন্তু হাসপাতালে মৃত্যু হয় লক্ষ্মীরানির। বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে দেখা যায়, লক্ষ্মীরানির ছেলে রামপ্রসাদ দেওয়ান মায়ের দেহ কাঁধে নেওয়া অবস্থায়। ওই অবস্থায় তাকে কিছুটা হাঁটতেও দেখা যায়।
রামপ্রসাদের অভিযোগ, 'মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স ৩ হাজার টাকা দাবি করেছিল। কিন্তু আমাদের পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব নয়। বার বার ভাড়া কম নেওয়ার অনুরোধ করেছি। কিন্তু অ্যাম্বুল্যান্স চালকরা ভাড়া কমাতে রাজি হননি। তাই বাবা এবং আমি দু'জনে মিলে মায়ের মৃতদেহ কাঁধে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।'
এদিকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা অ্যাম্বুল্যান্স ভাড়া করে লক্ষ্মীরানির মৃতদেহ বাড়িতে পৌঁছে দেন।কিন্তু এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।তিনি জানিয়েছেন, 'অতন্ত্য দুঃখজনক ঘটনা।মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। লজ্জাটা লোকানোর জায়গা নেই।'
এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন,'খুবই অমানবিক কাজ।এই কাজ টা করা উচিত হয়নি।এই অমানবিক কাজটা কোনো মানুষ হলে করতে পারে না।'
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত