নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - তিন দিন পর উদ্ধার হল আয়েত্রী নদীতে তলিয়ে যাওয়া এক ব্যাক্তির মৃত দেহ। মৃত ব্যাক্তির নাম নুকুল মাহাতো (৩৭)। বালুরঘাটের মায়ামরি মাহাতোপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি।ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত মঙ্গলবার পুকুরে স্নান করতে নেমেছিলেন ওই ব্যাক্তি। সেই সময় কোনভাবে নদীতে ডুবে যান তিনি। সেদিন স্থানীয়রা পুকুরে তাকে খুঁজে পায়নি। পুলিশ প্রশাসনকে খবর দিলে তদন্ত নেমে , রায়গঞ্জ থেকে ডুবড়ি এনে তল্লাশি চালানো হয়। তাতেও খোঁজ মেলেনি। তারপর শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নদীর ধারে ভেসে ওঠে ওই ব্যক্তির মৃতদেহ। পুলিশ পরে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
মৃতের ভাই জানান , মঙ্গলবার প্রায় পৌনে একটার দিকে তার দাদা নদীতে নামে স্নান করার জন্য। তারপর থেকে তাকে পাওয়া যায় না। তিন দিনের দিন তার মৃতদেহ ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নদীতেই পাওয়া যায়। কিভাবে হল জানা নেই তবে , পুলিশ প্রশাসন এবিষয়ে তদন্ত চালাচ্ছেন'।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।