নদীতে স্নান করার সময় তলিয়ে গিয়ে মৃত্যু , তিনদিন পর উদ্ধার হল মৃতদেহ

সেপ্টেম্বর ২৩, ২০২২ দুপুর ০২:৪৮ IST
632d702dd8f44_IMG_20220923_140446

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - তিন দিন পর উদ্ধার হল আয়েত্রী নদীতে তলিয়ে যাওয়া এক ব্যাক্তির মৃত দেহ। মৃত ব্যাক্তির নাম নুকুল মাহাতো (৩৭)। বালুরঘাটের মায়ামরি মাহাতোপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি।ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে , গত মঙ্গলবার পুকুরে স্নান করতে নেমেছিলেন ওই ব্যাক্তি। সেই সময় কোনভাবে নদীতে ডুবে যান তিনি। সেদিন স্থানীয়রা পুকুরে তাকে খুঁজে পায়নি। পুলিশ প্রশাসনকে খবর দিলে তদন্ত নেমে , রায়গঞ্জ থেকে ডুবড়ি এনে তল্লাশি চালানো হয়। তাতেও খোঁজ মেলেনি। তারপর শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নদীর ধারে ভেসে ওঠে ওই ব্যক্তির মৃতদেহ। পুলিশ পরে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

মৃতের ভাই জানান , মঙ্গলবার প্রায় পৌনে একটার দিকে তার দাদা নদীতে নামে স্নান করার জন্য। তারপর থেকে তাকে পাওয়া যায় না। তিন দিনের দিন তার মৃতদেহ ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নদীতেই পাওয়া যায়। কিভাবে হল জানা নেই তবে , পুলিশ প্রশাসন এবিষয়ে তদন্ত চালাচ্ছেন'।

ভিডিয়ো

Kitchen accessories online