সাধারণ মানুষের জন্য 'তিওড় কিষাণ মান্ডিতে সর্প সচেতনতা' শিবির পালন

জুন ১৭, ২০২২ দুপুর ১১:৫৩ IST
62ab29b33d3ff_03

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - প্রতি বছর বর্ষার মরসুম আসলেই গ্রামে গ্রামে বাড়ে সাপের উৎপাত।এমন কি বিষধর সাপের ছোবলে প্রাণ হারায় প্রচুর গ্রামের মানুষও।চলতি বছরে বর্ষার মরসুম আসতেই সাধারণ মানুষের উদ্যেশে আয়োজিত করা হলো সর্প সচেতনতা শিবির পালন করা হল। এদিন দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের তিওড় কিষাণ মান্ডিতে সর্প শিবির আয়োজিত হয়।

বিজ্ঞাপন

এদিন সর্প সচেতনতা শিবিরের আয়োজন করেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। এই শিবিরের ব্যবস্থাপনায় ছিলেন ‘উজ্জীবন সোসাইটি’। এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিম্যাল প্রোটেকশন সমিতি, বালুরঘাট। গ্রামাঞ্চলের মানুষদের মধ্য থেকে কুসংস্কার দূর করে সচেতনতা বাড়াতেই বৃহস্পতিবার এই শিবির পালন করা হয়।

বিজ্ঞাপন

কিষাণ মান্ডির এই সর্প সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিম্যাল প্রোটেকশন সমিতির সম্পাদক মাননীয় অতনু ঘোষ, সহ সম্পাদক মনোজিৎ দেব, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় দেবব্রত ঘোষ মহাশয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জ্যোতি বিকাশ দত্ত মহাশয়, উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি পার্শ্বসেবক অর্পিতা দাস ও বিজয় বর্মন ।

এখনো পর্যন্ত গ্রামাঞ্চলের কিছু মানুষ সাপে কামড়ানো রোগীদের নিয়ে ওঝা, ফকির, গুনীনদের শরনাপন্ন হন । এতে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেয়ে রোগী মারা যায়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাপের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। মানুষ ভয়ে অথবা নিজস্বার্থে যাতে সাপকে না মারে সেই বার্তা নিয়েই এদিনের এই সর্প সচেতনতা শিবির পালন করা হয় ।

সাপ নিয়ে সমস্যা ও সর্পাঘাত বিষয়ক সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই শিবিরে উপস্থিত ছিলেন এলাকার অনেক যুবক যুবতী । এপ্রসঙ্গে উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস জানিয়েছেন,'আগামীদিনে সাধারণ মানুষের মধ্যে সর্প বিষয়ক সচেতনতা বাড়ানোর লক্ষে এইধরনের আরও শিবিরের আয়োজন করা হবে জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে'।

ভিডিয়ো

Kitchen accessories online