নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একসময়ে পর্দায় প্রসেনজিতের সিনেমা আশা মানেই সকলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। ৮০ ও ৯০- দশকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন সুপার হিট মহানায়ক। একের পর হিট ছবি দিয়েছেন টলিপাড়ার সকলের প্রিয় 'বুম্বাদা'। তবে সম্প্রতি ষাটে পৌঁছে টলি ছেড়ে বলিপাড়ায় পা রেখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানেও তিনি 'সুপার হিট'। এদিকে যিনি বাংলা সিনেমার মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন সম্প্রতি তিনিই এবার বলছেন বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে নাকি তিনি এখন আর ভাবেন না।
এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, কোয়ালিটি, কোয়ান্টিটি কোনওটাতেই তিনি বিশ্বাস করেন না। ছবির ব্যবসাটাই শেষ কথা। সেটাই আসলে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখে।প্রসেনজিতের কথায়, সেসময় একটা ছবি ১০ সপ্তাহ হলে চলেছে, সেটাও ঘটেছে। কোটি কোটি টাকার ব্যবসা করত বাংলা ছবি। প্রসেনজিৎ বলেন, চিরঞ্জিত চট্টোপাধ্যায়ের বেদের মেয়ে জ্যোৎস্না নিয়ে যতই কথা হোক, ছবিটা ব্যপক ব্যবসা করেছিল।
কথায় কথায় প্রসেনজিৎ বলেন, একটা সময় ছিল তখন তিনি বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতেন, তবে এখন আর ভাবেন না, কারণ, ভাবতে হয় না। তিনি মনে করেন, এখন সকলেই নিজেরটা ভালো বুঝতে পারেন। তবে শুরুতে লড়াই ছিল। তার কথায়, একসময় তার মধ্যে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছায়া ছিল। তবে ধীরে ধীরে সেই ছায়া থেকে নিজেই তিনি বের হয়ে আসেন।
প্রসঙ্গত , একসময় তিনি বলিউডে গিয়ে কাজ করতে চাননি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকেই আঁকড়ে বেঁচেছিলেন। তার মা রত্না চট্টোপাধ্যায়ের কাছেও প্রস্তাব এসেছিল ছেলেকে মুম্বইয়ে কাজ করতে পাঠানো, হিন্দি ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে পাঠানোর। কিন্তু বুম্বাদা যাননি। কারণ, বাংলায় তখন প্রসেনজিৎ সুপার হিট। একটার পর একটা হিট, হাইসফুল ছবি দিয়েছেন। একবছরে ২২টা ছবি মুক্তি পেয়েছে এমনটা প্রসেনজিৎ ছাড়া আর কোনও নায়কের সঙ্গে হয়েছে বলেও জানা নেই।
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
সত্যিই কি অন্তঃসত্ত্বা? নাকি প্রোফাইল হ্যাক, জানালেন ঋতাভরী
মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গে মিমি চক্রবর্তীর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা
ব্যক্তিগত জীবন হোক অথবা বিতর্ক সব ক্ষেত্রেই কারান জোহরকে নিয়ে চর্চার অন্ত নেই
মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৫৮ বছর
রোম সাম্রাজ্যের ইতিহাসে তিনজন অত্যাচারী সম্রাটের নাম পাওয়া যায় নিরো, ক্যালিগুলা ও কমোডাস
২০২১ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে রাজের সঙ্গে বিবাহ করেন পরীমণি
বিরাট কোহলিকেও সোশ্যাল মিডিয়ায় শুভকে আনফলো করেছেন শুভনীত সিং
সেখানে ২২ তলার একটি অভিজাত আবাসন গড়ে তোলা হবে
নয়াদিল্লিতে অনুষ্ঠিত নর্থ ইস্ট স্টুডেন্টস ফেস্টিভ্যালে একটি সৌন্দর্য প্রতিযোগিতার শো স্টপার ছিলেন মিসেস লাইশরাম
আদালতে নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন আলিয়া
মারাঠি, তেলেগু, হিন্দি, তামিল, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে এই সিনেমা
বলিউডের মতো দক্ষিণী ইন্ড্রাস্ট্রির নামী তারকারা তাদের বাড়ি বিনায়কের পুজো করেছেন
দীর্ঘদিন ধরেই মানসিক অশান্তিতে ভুগছিল মিরা