তৃনমূল বিজেপি খন্ডযুদ্ধে উত্তপ্ত দুবরাজপুর

এপ্রিল ১১, ২০২১ রাত ০৯:০২ IST
607312c41e2bc_78701658-efe1-495b-baeb-dc6c4e26c637

নিজস্ব প্রতিনিধি, বীরভূম - বীরভুমের খয়রাশোল ব্লকের অন্তর্গত ভাদুলিয়া গ্রামে তৃনমূল বিজেপি সংঘর্ষে উত্তাল এলাকা। অভিযোগ, বিজেপির দুবরাজপুর বিধানসভার প্রার্থী অনুপ সাহার উপর হামলা এবং তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তোলে বিজেপি। অভিযোগ অস্বীকার করে শাসকদল।

এরপর সন্ধ্যা নাগাদ ফের হামলার অভিযোগ ওঠে। এবার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়, বিজেপি প্রার্থীর উপর হওয়া হামলার প্রতিশোধ নিতে তৃণমূলের বেশ কয়েকজন মহিলা ও পুরুষ কর্মীকে বেধড়ক মারধর করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও পরে স্থানান্তরিত করা হয় সিউড়ি সদর হাসপাতালে। অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবী, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনায় বিজেপির কোন হাত নেই। 

ভিডিয়ো

Kitchen accessories online