ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীকে কোপানোর অভিযোগ

এপ্রিল ০৩, ২০২১ বিকাল ০৭:২৯ IST
6068700f46a97_WhatsApp Image 2021-03-22 at 17.26.58

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা এবার বাঁকুড়ার বড়জোড়ায়। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত এক বিজেপি কর্মী। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, গত শুক্রবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে ওই বিজেপি কর্মীকে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, এর আগে বিজেপি পার্টি অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা দাবী করেছেন, নির্বাচনী খরচের ভাগ-বাঁটোয়ারা নিয়ে আদি ও নব্য বিজেপির লড়াইয়ের জেরেই এই ঘটনা।

ভিডিয়ো

Kitchen accessories online