নাগরাকাটার মঞ্চে মোমবাতি জেলে শীতলকুচির নিহতদের শ্রদ্ধা জানালেন তৃণমূল নেত্রী

এপ্রিল ১১, ২০২১ বিকাল ০৫:০৫ IST
6072d9b00495b_WhatsApp Image 2021-04-11 at 16.29.28

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – রবিবার নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার নাগরাকাটায় জনসভা করেন। শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণ চলাকালীন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৫ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে তৃণমূল রবিবার রাজ্য জুড়ে কালাদিবস পালন করছে। তৃণমূল নেত্রী নিজে এই প্রতিবাদে সামিল হয়ে গলায় কালো ওড়না জড়িয়ে সভাস্থলে পৌঁছন। নাগরাকাটার সভা মঞ্চে তৃণমূল নেত্রী মোমবাতি জালিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করেন। 

নাগরাকাটার সভামঞ্চ থেকে তৃণমূল নেত্রী শীতলকুচির ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “ভোটের নামে কোচবিহারে দিল্লি সরকার বিজেপির পুলিশকে দিয়ে গুলি চালিয়ে ৫ জন কে মেরে ফেলেছে। এটা গণতন্ত্রের হত্যা।” এই ঘটনার ধিক্কার জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, “এই গণহত্যার ধিক্কার জানাই। ধিক্কার জানাই অমিত শাহকে। ধিক্কার জানাই ভারত সরকারকে। ধিক্কার জানাই এই গণতন্ত্রের হত্যার নায়কদের।” 

তৃণমূল নেত্রী জানান, "আমি আজই যেতে চাইলাম শীতলকুচি। কাল রাতে নির্বাচন কমিশন বলল যেতে পারবে না। কেন আমি যেতে পারব না? কেন আমি ওই পরিবারের মানুষ গুলোর সঙ্গে দেখা করতে পারব না? আমি যাবই। আমাকে আটকানোর চেষ্টা করে লাভ নেই। আমি ইতিমধ্যেই ভিডিও কনফারেন্সে কথা বলেছি পরিবারের সাথে। আমি যেভাবে পারি সাহায্য করব। যা বিচার চাওয়ার চাইব।”

তৃণমূল নেত্রী দাবি তোলেন, “বুলেটের জবাব ব্যলটে চাই। এই হত্যা লীলার প্রতিবাদে আপনাদের প্রত্যেক ভোট তৃণমূলকে দিতে হবে। যারা গুলি চালিয়ে লোক মারে তাদের ভোট পাওয়ার কোনো অধিকার নেই।" 

ভিডিয়ো

Kitchen accessories online