নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - নির্বাচনের আগে শেষ সপ্তাহের ভোটের প্রচার চলছে জোড় কদমে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বিধানসভা নির্বাচনের প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের জনসভায় যোগদান করেন। আসন্ন নির্বাচনে কেশপুর বিধানসভা কেন্দ্রের শিউলি দাসের সমর্থনে ভোট প্রচার করেন তিনি।
কেশপুর জনসভায় অভিষেক বলেন, "বাংলায় ২৫০ আসন জিতবে তৃণমূল। বিজেপি ২০০ পার নয়, তৃণমূল ২৫০ পার হবে। কেশপুর বিজেপির শেষপুর"।
শুভেন্দু কে কটাক্ষ করে অভিষেক বলেন, "মেদিনীপুরের গদ্দারদের কাছে বশ্যতা নয়। মেদিনীপুর গদ্দারদের সমর্থন করে না"।