বাঁকুড়ায় তৃণমূলের ধিক্কার মিছিল

এপ্রিল ১১, ২০২১ রাত ০৮:২৬ IST
6073079025be3_bfc4bf94-15b1-4f79-afd8-e2343f18ecb0

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনায় বাঁকুড়ায় তৃনমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধিক্কার মিছিল করল তৃনমূল। রবিবার বিকেলে এই মিছিল বাঁকুড়ার মূল কেন্দ্র মাচানতলা থেকে শুরু করে বিভিন্ন বাজার পরিক্রমা করে পুনরায় মাচানতলায় শেষ হয়। মিছিল শেষে ঘটনার তীব্র নিন্দা করেন সায়ন্তিকা।  

ভিডিয়ো