দার্জিলিং-এ তৃণমূলের ধিক্কার মিছিল

এপ্রিল ১১, ২০২১ বিকাল ০৫:৫৬ IST
6072e1226449a_WhatsApp Image 2021-04-11 at 16.52.02

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং – শনিবার চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচির জোরপাটকিতে ভোট দিতে গিয়ে নিহতদের ৪ জনের মৃত্যুর প্রতিবাদে রবিবার দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল বের করা হয়।

শীতলকুচির ঘটনার প্রতিবাদে রবিবার রাজ্য জুড়ে কালা দিবস পালন করছে তৃণমূল। দার্জিলিং শহরের বাঘাযতিন ময়দানের সামনে থেকে ধিক্কার মিছিল বের হয়ে হিলকার্ড রোড হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই প্রতিবাদ ধিক্কার মিছিলে তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার, তৃণমূল আইনজীবী সেলের পক্ষ থেকে অমৃতা মুখার্জি বিশ্বাস সহ তৃণমূলের জেলা নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা অংশ গ্রহন করেন। মিছিল শেষে তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার গতকালের ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন।

ভিডিয়ো