বিজেপি বিধায়ক বনাম পঞ্চায়েত সভাপতির দ্বন্দ্ব , কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে উত্তপ্ত তমলুক

অক্টোবর ০৯, ২০২৩ বিকাল ০৫:০৩ IST
6523df047811e_InShot_20231009_163622187

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - নদীয়ার পর ফের বিজেপির গোষ্ঠীকোন্দল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। প্রকাশ্যে বিজেপি বিধায়ক ও বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতির অন্তর্দ্বন্দ্ব। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

সূত্রের খবর , পঞ্চায়েত নির্বাচনের পর তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি দখল করেছে বিজেপি। সেপ্টেম্বরের শেষে দুটি প্যানেল জমা পরার জন্য সেসময়ের মত কর্মাধ্যক্ষ নির্বাচন বাতিল করে দেওয়া হয়। পরবর্তীকালে আজকে সেই কর্মাধ্যক্ষ নির্বাচন হওয়ায় কথা ছিল। কিন্তু তমলুক সাংগঠনিক বিজেপি সভাপতি তথা বিধায়ক তাপসী মণ্ডল তার অনুগামীদের নিয়ে পঞ্চায়েত সমিতির অফিসে ভিতরে ঢুকে যান। কিন্তু এই পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন তিনি যখন পঞ্চায়েত সমিতির অফিসে ভিতরে ঢুকতে যান তখন তাকে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। 

তাপসী মণ্ডলের নিরাপত্তারক্ষীরা তাকে অফিসে ঢুকতে বাঁধা দেন বলে অভিযোগ। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় বিক্ষোভ, হাতাহাতি এবং মারপিট। অফিসে ঢুকতে না পেরে বাইরে বসেই স্লোগান দেন পঞ্চায়েত সমিতির সভাপতি। কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে প্রশাসন যত তাড়াতাড়ি কার্মাখ্যক্ষ নির্বাচন শুরু করার ব্যবস্থা করছে। 

ভিডিয়ো

Kitchen accessories online