নিজস্ব প্রতিনিধি , বীরভূম - সদ্য শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দিয়েছে ইউনেস্কো। কিন্তু শান্তিনিকেতনের রাস্তায় অবাধ গাড়ি চলার ফলে নষ্ট হতে পারে এই তকমা। আর সেই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টায় বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ ভট্টাচার্যের। রাস্তা ফিরিয়ে দেওয়ার আশায় মুখ্যমন্ত্রীকে চিঠিও দেন তিনি। কিন্তু কোন উত্তর না আসায় টোটো নিয়ন্ত্রণে এবার নিজেই নামলেন রাস্তায়। যাত্রী ওঠা নামার নিষেধে রাস্তায় বেরিয়ে করজোড়ে আবেদন করলেন টোটো চালকদের কাছে।
সূত্রের খবর , বিশ্বভারতীর উপাসনা গৃহ থেকে কালীসায়র পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা তৎকালীন উপাচার্য স্বপন দত্তের সময় বিশ্বভারতীকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যের সঙ্গে বর্তমান উপাচার্য বিদ্যুৎ ভট্টাচার্যের কিছু বিরোধের কারণে ২০২০ সালে ফের ওই রাস্তাটি ফিরিয়ে নেন রাজ্য। বিশ্বভারতীর সেই রাস্তা ফের ফিরিয়ে দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীকে দুবার চিঠি দিয়ে আবেদন করেন উপাচার্য। কিন্তু কোন উত্তর আসেনি মুখ্যমন্ত্রী তরফে। তাই তিনি গতকাল রবীন্দ্রনাথ ভবন সংগ্রহশালার কাছে করজোড়ে টোটো চালকদের কাছে আবেদন করেন টোটো নিয়ন্ত্রণের জন্য।
এ বিষয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ ভট্টাচার্য বলেন, "এই রাস্তাটির দু'দিক জুড়ে রয়েছে ঐতিহ্যবাহী ভবন ও ঐতিহাসিক স্থাপত্য। শান্তিনিকেতন একটি ঐতিহ্যবাহী জায়গা এবং বিশ্বভারতী একটি ঐতিহ্যবাহী শিক্ষাকেন্দ্র। তাই এটিকে রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। তবে ইদানিং টোটো সহ অন্যান্য গাড়ি এই রাস্তা দিয়ে যত্রতত্র চলাচল করায় শান্তিনিকেতনের পরিবেশ নষ্ট হচ্ছে। কোন ভারী যান চলাচলে কম্পনের ফলে বিল্ডিং গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই ঐতিহ্য ধরে রাখতে আমরা রাজ্য সরকারের কাছে এই অনুরোধ করেছি।"