ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ৩ কর্মীর, আহত ১

এপ্রিল ০৩, ২০২১ দুপুর ০৪:৫৫ IST
60684db3e76d3_WhatsApp Image 2021-04-03 at 4.39.25 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন রেলকর্মীর। হাওড়া সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনটি, মিডিল লাইন দিয়ে খড়্গপুরের দিকে যাওয়ার সময়, দক্ষিণ পূর্ব রেলওয়ে দুঁয়া বালিচক স্টেশনের মাঝামাঝি এলাকায় ধাক্কা মারে রেল কর্মীদের।

সকাল ১০ টা নাগাদ, দুঁয়া স্টেশনের কাছে  রেললাইনের ওপর কাজ করছিলেন পাঁচজন রেলের গ্যাং ম্যান। হঠাৎ ট্রেনটি ট্রাকে এসে পড়ায়, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ৩ জনের, গুরুতর আহত ১ কর্মী। দুর্ঘটনার আগেই, ১ জন কর্মী জল আনতে যাওয়ায় প্রাণে বেঁচে যান। 

বালিচক স্টেশনের রেল আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে, আহত ও নিহত কর্মীদের উদ্ধার করে খড়গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছান, খড়গপুর ডিআরএম অফিসের আধিকারিকরাও।

দক্ষিণ পূর্ব রেলওয়ে CPRO সঞ্জয় ঘোষ জানিয়েছেন, "তিন গ্যাং ম্যানের মৃত্যুর ঘটনায়, সব রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

খড়গপুর ডিভিশনাল ম্যানেজার মনোরঞ্জন প্রধান জানিয়েছেন, "আহতের সঙ্গে কথা বলতে পারিনি, ঠিক কী ঘটেছে রেল তদন্ত করে দেখবে। জিজ্ঞাসাবাদ করা হবে ট্রেনের চালককেও।"

ভিডিয়ো

Kitchen accessories online