সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

এপ্রিল ১১, ২০২১ রাত ০৮:২৬ IST
60730519b55dc_IMG_20210411_19475336 60730519c722b_IMG_20210411_19474620 6073051a3cadf_IMG_20210411_19472369

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - সৈকত নগরী দিঘায় বেড়াতে গিয়ে মর্মান্তিক ঘটনার সাক্ষী হলেন পাঁচ বন্ধু। সমুদ্রস্নানে নেমে তলিয়ে মৃত্যু হলো কলকাতার এক যুবকের। মৃত যুবকের নাম সৌভনিক দাসগুপ্ত (৩৯)। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার ঘােলা থানার সােদপুর এলাকায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত দুদিন আগে উত্তর ২৪ পরগনার সােদপুর এলাকার পাঁচ বন্ধু মিলে দিঘা বেড়াতে যান। তারা ওল্ড দিঘায় একটি বেসরকারি হােটেলে মদ্যপান করেন বলে ও জানা যায়। 

স্থানীয়রা জানান, মদ্যপান করার পর সমুদ্র স্নানে নামেন পাঁচ বন্ধু। স্নান করার সময় আচমকা তলিয়ে যান সৌভনিক। পুলিশ ও নলিয়াদের তৎপরতায় সৌভনিককে উদ্ধার করা হয়। দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘােষণা করেন। পুলিশ মৃত দেহটি ময়না তদন্তের জন্য কাথি মহকুমা হাসপাতালে পাঠায়। নিহত যুবকের বাড়িতেও খবর পাঠানাে হয়েছে।

প্রসঙ্গত, দিঘায় বেড়াতে এসে এর আগেও সমুদ্রে তলিয়ে পর্যটক মৃত্যুর ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে। মদ বা অন্য কোন নেশার দ্রব্য ব্যবহার করে সমুদ্র স্নানে নামার ফলেই ঘটেছে দুর্ঘটনা। সাম্প্রতিক সময়ে দিঘা সমুদ্রতটে কড়া নজর দারির ব্যবস্থা রয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রতটে ঘুরে বেড়ানােও নিষিদ্ধ। তা সত্ত্বেও কিভাবে নজর দারি এড়িয়ে নেশাগ্রস্ত অবস্থায় ওই যুবকেরা সমুদ্রে নামলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।

ভিডিয়ো

Kitchen accessories online