নিজস্ব প্রতিনিধি, বীরভূম - সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত খটঙ্গা গ্রামে বুধবার নির্বাচনী প্রচার করতে গিয়েছিলেন সিউড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিকাশ রায় চৌধুরী। তাকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকারই এক বাসিন্দা। তার নাম রেনুকা খয়রা, তিনি প্রাক্তন কংগ্রেসের উপপ্রধান ছিলেন খটঙ্গা গ্রাম পঞ্চায়েতে।
রেনুকা খয়রার দাবি, তার বিধবা বোন লকডাউন-এর সময় সাহায্য চাইতে গেলে কংগ্রেস করার অপরাধে তাকে কোনোরকম সাহায্য করা হয়নি। তাকে বলা হয়েছিল তৃণমূল কংগ্রেস না করলে কোনো সামগ্রী পাবে না। সবাই পাকা বাড়ি পেলেও তারা পায়নি। তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে না বলে সরকারের কোনো সুযোগ সুবিধা পায়নি তারা।
অন্যদিকে বিকাশ রায় চৌধুরীর বক্তব্য, "ওনার পাকা বাড়ি রয়েছে। যাদের কাঁচা বাড়ি সরকারি মতে তারাই শুধু এই সুবিধা পায়। কন্যাশ্রী থেকে সবুজ সাথী সমস্ত সুযোগ সুবিধাই ভোগ করেছেন তারা। আমরা কোনো ভেদাভেদ করিনি।"