মনোনয়ন জমা দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী

এপ্রিল ০৫, ২০২১ রাত ১০:১১ IST
606b14ff68618_IMG-20210405-WA0043

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান- বিধানসভা নির্বাচনের পাণ্ডবেশ্বর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। সোমবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি।

সোমবার ৫ই এপ্রিল, দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী মনোনয়নপত্র জমা দিলেন। এই দিন এক বিশাল পদযাত্রার আয়োজন করেছিল দলীয় কর্মী সমর্থকরা। ঢাকঢোল বাজিয়ে উৎসবের মেজাজে আজকের কর্মসূচি পালন করা হলো।

প্রসঙ্গত, এই বিধানসভা কেন্দ্র থেকে বিরোধিতা করছেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি, সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সুভাষ বাউড়ি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। আগামী ২৬ শে এপ্রিল এই জেলায় সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব।

ভিডিয়ো