নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর- সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন দুর্গাপুর পূর্বের বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার। সকালে ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিয়ে তিনি মনোনয়নপত্র জমা দিতে যান।
সোমবার সকালে দুর্গাপুর ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিয়ে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিল কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক।