নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - উন্নয়ন পর্ষদের উদ্যোগে রাজ আমলে প্রতিষ্ঠিত বর্ধমানের শূলিপুকুরের নাম পরিবর্তন করে চলতি মাসের ৩০ তারিখে নতুন নাম হচ্ছে ‘জীবন সায়র’। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিরোধ। গত শনিবার বর্ধমানের সাংগঠনিক বৈঠকে এসে তৃনমূলের উপর ক্ষোভ প্রকাশ করে তারই প্রমাণ দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
রাহুল সিনহা জানিয়েছেন, রাজ্যের উন্নয়নের নামে ইতিহাস মুছে ফেলছে তৃনমূল কংগ্ৰেস। নতুন করে কোন গঠনমূলক কাজ না করে রাজ্যের অরাজকতা, দুর্নীতি ঢাকতে রাজ ইতিহাসকে পর্যন্ত বদলাচ্ছে বর্তমানের রাজ্য সরকার। এছাড়াও নেতার অভিযোগ, কয়েকশো বছর আগে রাজ আমলে প্রতিষ্টিত এই শূলি পুকুর। এমন ঐতিহাসিক স্থান দেখতে আসেন অনেকেই। সেই জায়গায় দাঁড়িয়ে কোন আগাম পরিকল্পনা না করে ইতিহাসের পাতা থেকে শূলি পুকুরকে মুছে দিচ্ছে তৃনমূল সরকার এমনটাই জানান রাহুল সিনহা।
ঘটনার প্রসঙ্গে বর্ধমানের ইতিহাসবিদ অর্কজিৎ যশ জানান, সময়ের পরিবর্তনে অনেক জায়গাই নাম পরিবর্তন করা হয়েছে। যেমন- গারোয়ান পাড়ার নাম বদলে রশিদপুর ও বাধান পাড়ার নাম বদলে নজরুল পল্লী রাখা হয়েছে। এছাড়াও বর্ধমানের নামও পরিবর্তন হয়েছে বহুবার। তবে শূলি পুকুরের ইতিহাস বলে যে একসময় শূলে চড়ানোর আগে স্থান করানো হতো এই পুকুরে। এই পুকুরকে মৃত্যুর চিহ্ন বলেই ভাবতো অনেকে। তবে পুকুরের নাম বদলে নতুন নাম জীবন সায়র রাখলে এক নতুন পরিচয় পাবে স্থানটি। তাই বলে এর ইতিহাস মুছে যাবে না। সকলের মনে একইভাবে গাঁথা থাকবে এই স্থান।
অপরদিকে স্থানীয় বাসিন্দা গুরুদয় চ্যাটার্জী জানান, বর্ধমানে বেশ কয়েকটি সায়র আছে। রাজার আমল থেকে কৃষ্ণ সায়র, সামসায়র, রানীসায়র, কমলসায়র। এছাড়াও কিছু ঐতিহাসিক স্থান শূলি পুকুর, রাজবাড়ী, কার্জেনগেট রয়েছে এই শহরে। তবে রাজার আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী স্থানের নাম পরিবর্তন করা উচিত না সরকারের। নাম হচ্ছে একটা পরিচয় সেই পরিচয় পরিবর্তন করলে নিজের অস্তিত্বই পরিবর্তন হয়ে যায়। তাই শূলি পুকুরের সৌন্দর্যয়নের পাশাপাশি এখানে বিভিন্ন লাইট লাগানো ও সন্ধ্যের পর অঞ্চলে যাতে কোন অসামাজিক কাজ না হয় সেই দিকে নজর দেওয়ার অনুরোধ করেছেন সরকারের কাছে।
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
রানাঘাট দক্ষিণ জেলার তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ কর্মীদের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও