নিজস্ব প্রতিনিধি, হুগলী – রবিবার নির্বাচনের প্রচারে তৃণমূল নেত্রী প্রথম জনসভাটি করেন হুগলীর খানাকুলে।
এই জনসভা থেকে তৃণমূল নেত্রী মোদি-শাহকে কটাক্ষ করে বলেন, “পুরো হেরে গেছে। কত আসনে বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে তার ঠিক নেই। আর নির্দেশ দিয়ে যাচ্ছে। লজ্জাও করে না। রোজ পুলিশ অফিসারদের পরিবর্তন করছে। নতুন করে নির্বাচন কমিশন-কে দিয়ে নিয়ম করেছে। আগে নিয়ম ছিল যেই বুথের এজেন্ট সেই বুথের ভোটার হতে হবে। এখন বলছে ওই বিধানসভার যেকোনো জায়গার ভোটার হতে হবে। কারণ ওদের অত এজেন্ট নেই।"
মমতা আরও অভিযোগ করেন, “আমার সব অফিসারকে বদলে দিয়েছে সুমন্ত চৌধুরী। ১২৫ জন অফিসার-কে সরিয়েছেন।” রাজ্য পুলিশের অফিসারদেরও হুশিয়ারি দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “বিজেপির কথা শুনে কোনো কোনো অফিসার যেটা করছে সেটার খবর আমার কাছে আছে। আমার হাতের তালুতে সবটাই আছে। ইলেকশনের পর আমি দেখে নেব।”