নিজস্ব প্রতিনিধি, কলকাতা - নন্দীগ্রামের ভোট মিটতেই শুক্রবার নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই তিনি রেয়াপাড়ার অস্থায়ী বাসস্থান থেকে বেরিয়েছেন। সেখান থেকে উত্তরবঙ্গে রওনা দেবেন তিনি। উত্তরবঙ্গে আজ একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমোর। প্রথমে বেলা ১২ টায় কোচবিহারের দিনহাটায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বেলা ১২টা ৪০–এ নাটাবাড়ি ও তুফানগঞ্জে সভা করবেন তিনি। এরপর দুপুর ১টা ৩০-এ আলিপুরদুয়ারে নির্বাচনী জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর।