ভোট দিলে হাত কেটে নেওয়ার হুমকি তৃণমূল নেতার

এপ্রিল ১৫, ২০২১ দুপুর ১১:৪৬ IST
6077d61f10887_download

নিজস্ব প্রতিনিধি, বীরভূম - নানুরে সিপিএম প্রার্থীকে ভোটপ্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতা নুরমান শেখ। আরও অভিযোগ, ওই তৃণমূল নেতা সাধারণ মানুষকে হুমকি দিয়েছেন, সিপিএমকে ভোট দিলে হাত কেটে নেওয়া হবে। 

ওই এলাকার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী শ্যামলী প্রধানের অভিযোগ, এলাকায় ভোট প্রচার চলাকালীন পথ আটকে বাধা দেন তৃণমূল নেতা নুরমান শেখ এবং বলেন, তৃণমূল ছাড়া ওই এলাকায় কোন প্রার্থীকে প্রচার করতে দেওয়া হবে না। এলাকার সাধারণ মানুষকে তৃণমূল ছাড়া অন্য কাওকে ভোট দিলে হাত কেটে নেওয়ারও হুমকি দেন তিনি। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতার সাফাই, ‘বহিরাগত এনে ভোট করানোর চেষ্টা করছে সিপিএম। তাদের আটকাতেই এই কথা বলেছেন তিনি।’

ভিডিয়ো

Kitchen accessories online