নিজস্ব প্রতিনিধি , বীরভূম – বর্তমানে বড় বড় দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে ছোটো থেকে বড় তৃণমূল নেতাদের। বেশ কয়েকজন হেভি ওয়েট মন্ত্রী বর্তমানে ঘরাদের ওপারে। আর প্রায় দিন ইডি সিবিআইয়ের তলব আসছে তৃণমূল নেতৃত্বের কাছে। সেই নিয়েই এবার তৃণমূলকে চোর বলে ফের কটাক্ষ। খড়গপুরের বিধায়ক তথা হিরন চট্টোপাধ্যায় তারাপীঠে পুজো দিতে এসে যাচ্ছেতাই করে শোনাল তৃণমূলকে।
সূত্রের খবর, খড়গপুরে বিজেপির বিধায়ক হলেন অভিনেতা হিরন চট্টোপাধ্যায়। গতকাল বীরভূম সফরে আসেন তিনি। সেখানে গতকাল কয়েকটি জনসভায় যোগ দেন। তারপর আজ তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দেন। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। সেখানে বর্তমানে দুর্নীতির প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে। এবং বলেন তৃণমূলে যাবার আগে অব্দি সবাই ভালো স্বচ্ছ চরিত্রের থাকে কিন্তু তৃণমূলে যোগদান করলেই চোর স্বত্বা জেগে ওঠে।
বিজেপির খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর সবাইকে তৃণমূল কংগ্রেস একটা ভ্যাকসিন দেয়। সেই ভাকসিনটার নাম হচ্ছে চোর এবং দুর্নীতি ভ্যাকসিন। আর সেই চোর হয়ে যায়।দীপক অধিকারি , সায়নী ঘোষ ও নুসরত জাহান এরাও সবার কাছ থেকে টাকা নেওয়া শুরু করেছে। এরা সবাই আগে স্বচ্ছ ভালো ছিল। কিন্তু তৃণমূলে যোগদানের পর ওই চোর বৈশিষ্ট্য সুস্পষ্ট। সবাই টাকা সরাচ্ছে। কেউ কয়লা, গরু চুরি করে তো, কেউ ফ্ল্যাট বেচে। কিন্তু চুরি সবাই করছে। হ্যাঁ তবে এখন তদন্ত হচ্ছে। সবাইকে ধরছে। তা ভালোই। তবে তদন্ত কয়দিন চলে সেটাই দেখার।”
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর