নিজস্ব প্রতিনিধি , বীরভূম - তৃণমূল নেতাদের বিজেপিতে যোগের আহ্বান অনুপম হাজরার।যদিও একটা সময়ে তিনি নিজেই ছিলেন তৃণমূলে। পরে তিনি বিজেপিতে যোগ দেন। তবে এবার বীরভূমের জয়দেবের দলীয় সভামঞ্চ থেকে তিনি এই আহবান জানান। সেই সঙ্গে কিছু বিস্ফোরক মন্তব্য করেন।এই মন্তব্যের কারণে বিতর্ক রাজনৈতিক মহলে।
সূত্রের খবর , সোমবার বীরভূমের ইলামবাজারের জয়দেবে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার ডাকে একটি জনসভা ছিল । সেখানেই বক্তব্য রাখেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা । তিনি বলেন, “এখানে যারা স্থানীয় তৃণমূল নেতা আছেন । যারা রাতারাতি কোটিপতি হয়েছেন । স্করপিও গাড়ি চড়ছেন, হাতে গলায় মোটা মোটা সোনার চেন । এই ধরনের যারা নেতা আছেন যাদের মনে হচ্ছে ইডি-সিবিআই আসতে পারে । তাদের খোলা মঞ্চে আহ্বান জানাই । চুরিটা এখন থেকে বন্ধ করুন । আমার অনুপম হাজরা নামে ফেসবুকে একটা নম্বর দেওয়া আছে যোগাযোগ করুন । সামনাসামনি যদি বলতে লজ্জা লাগে বিজেপিতে যোগ দেব, কানে কানে বলুন আমরা দেখব তাদের কী করে কাজে লাগানো যায় ।”
তিনি আরও বলেন, “তবে বিজেপি একেবারে স্ট্যাম্প মারা চোর বা ডাকাতকে দলে নিতে সংকোচ করে ৷ তাই যারা একটু স্বচ্ছ । যারা আগে দস্যু রত্নাকর ছিলেন, তারা যদি ভাবেন সাধু হবেন তাদের জন্য বিজেপির রাস্তা খোলা আছে ।আর মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী ২০২৪ সালে নরেন্দ্র মোদীজিই হবেন। এই জন্য স্থানীয় তৃণমূল নেতাদের এই দলে সামিল হওয়ার শেষ সুযোগ দিতে চাই। ”
এদিকে, অনুপম হাজরার তৃণমূল নেতাদের বিজেপিতে যোগের এহেন আহ্বানে কটাক্ষ কাটতে শুরু করেছে বিরোধীরা। সংবাদমাধ্যমে এদিন তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “মমতা ব্যানার্জির আশীর্বাদে একবার সম্ভবত শেষবার সাংসদ হয়েছেন তিনি। বিজেপি এমন একটা দল যারা মিডস কলে মেম্বারশিপ দেওয়া শুরু করেছিল। ভয়-পয়সার লোভ দেখিয়ে দল ভাঙানোর চেষ্টা করছে।যদিও এর বেশি কি বা করবে ”
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার ভাই আবেদন জানান