নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মাস ঘুরতেই ফের তৃণমূল নেতাকে গুলি।ঘটনাটি ঘটেছে নদীয়ার থানারপাড়ার পিয়ারপুরে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা হাসিফুল মন্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আর এদিকে খুনের চেষ্টার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর , থানারপাড়া থানায় গণস্বাক্ষর কর্মসূচিকে কেন্দ্র করে সই কারচুপির অভিযোগে গ্রামবাসীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এরপর তার জেরে গ্রামে ফিরতেই তৃণমূল নেতার ওপর হামলা চালায় অপর পক্ষ। তৃণমূল নেতার পায়ে গুলি লাগে।আর তারপরেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নয় জনকে গ্রেফতার করেছেন। পাশাপাশি একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করেছে।এদিকে ঘটনার তদন্ত করছে পুলিশ।
এদিকে এপ্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন,'তৃণমূলের মুষলপর্ব শুরু হয়ে গেছে। এতদিন লুঠপাট হচ্ছিল, ভাগাভাগি ঠিকঠাক চলছিল। টাকা দিল্লি থেকে খুব আসছিল। লুঠ হচ্ছিল। কোনও সমস্যা ছিল না। টাকা কমে গেছে। কাটমানি কমে গেছে। ভাগ-বাঁটোয়ারা নিয়ে মারামারি। এখন তো অস্ত্রশস্ত্রের কারখানা চলছে। আর ওই দিয়ে সব সমাধান হচ্ছে। কলকাতাতেও গুলি চলছে। সাধারণ মানুষ মারা যাচ্ছে। তৃণমূলের যেখানেই বিজয়া সম্মিলনী হচ্ছে, সেখানেই মারামারি হচ্ছে। পার্টিটা দুর্বৃত্ততে ভরে গেছে। এখন সেই পার্টিকে বাঁচাতে যা চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পার্টি বাঁচাতে গেলে বাংলাটা ডুবে যাবে। এই অবস্থা হয়েছে।'
যদিও এর পাল্টা জবাব দেন তৃণমূল সাংসদ শান্তনু সেন জানিয়েছেন,'নিজের দলে সম্পূর্ণ কোণঠাসা অবস্থায় থাকা দিলীপবাবু চূড়ান্ত হতাশা থেকে এই ধরনের কথাগুলো বলছেন। সেই কারণে সাধারণ মানুষ যখন তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তিনি মুখের ভাষার সংযম রাখতে পারছেন না। বলছেন যে, পেটে পা তুলে দেব, বুকে পা তুলে দেব। একটা ঘটনা ঘটেছে। বিজেপি এখন সন্ত্রাসের ওপর ভিত্তি করে রাজনীতিতে বেঁচে থাকতে চাইছে।'
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের