নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পোস্টার লাগাতে গিয়ে হাতেনাতে আটক ২ বিজেপি কর্মী।ঘটনাটি ঘটেছে ভক্তিনগর থানা অন্তর্গত এলাকায়।এবার এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি বিধায়িকা শিখা চ্যাটার্জী।
স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় 'বাংলার লজ্জা মমতা' পোস্টার সাঁটাতে গিয়েছিল কয়েকজন বিজেপি কর্মী। সেখান থেকে দুই বিজেপি কর্মীকে হাতনাতে গ্রেফতার করে পুলিশ।এরপর ঘটনার খবর পেয়ে ভক্তিনগর থানায় পৌঁছায় বিধায়িকা শিখা চ্যাটার্জী সহ বিজেপি কর্মী সমর্থকরা। অবিলম্বে বিজেপি কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ জানাতে থাকে বিজেপি কর্মীরা।
এরপর শুক্রবার রাতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিখা চ্যাটার্জী জানিয়েছেন,' দলের হয়ে গণতান্ত্রিক আন্দোলনে নেমেছিল ২ বিজেপি কর্মী।দলের কাজ হিসেবে পোস্টারিং করা হচ্ছিল এলাকায়। বিজেপির গণতান্ত্রিক আন্দোলনকে দমানোর চেষ্টা করছে পুলিশ।অবিলম্বে আটক করা বিজেপি কর্মীদের ছেড়ে দিতে হবে। আমরা শনিবার থেকে আবার রাজ্যের জেলায় জেলায়, 'বাংলার লজ্জা মমতা' পোস্টার সাঁটাব।দেখি, পুলিশ আমাদের কতজনকে ধরে।'
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।