কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ , তৃণমূল নেত্রীর নামে বাংলার লজ্জা লেখা পোস্টার লাগালেন খোদ বিজেপি বিধায়িকা শীখা চ্যাটার্জি

সেপ্টেম্বর ১০, ২০২২ বিকাল ০৭:৫১ IST
631c931996ab6_IMG_20220910_190434

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - গতকালই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার লাগাতে গিয়ে পুলিশের হাতে আটক হয় ২ বিজেপি কর্মী।তারপর সেই ঘটনার প্রতিবাদে ভক্তিনগর থানার ধর্না দিতে দেখা গেছে বিধায়ক শিখা চ্যাটার্জি সহ বিজেপি নেতা কর্মীদের।এরপরেই নিজের হাতে আবার 'বাংলার লজ্জা মমতা' লেখা পোষ্টার লাগলেন বিধায়িকা শিখা চ্যাটার্জি।

গতকাল রাতে শিলিগুড়ি সংলগ্ন আশিঘর এলাকায় পোস্টার লাগাতে গিয়েছিলেন দুজন বিজেপি কর্মী। যাদের গ্রেফতার করে পুলিশ। নিয়ে যাওয়া হয় ভক্তিনগর থানায়। কর্মীদের গ্রেফতারের খবর পেয়ে ভক্তিনগর থানা ঘেরাও করেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়। থানার মূল গেট বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা। বিধায়িকা জানান, পোস্টার লাগানো রাজনৈতিক কর্মীদের অধিকার। আবার আমরা গোটা শহরে পোষ্টার লাগাবো।

সেইমতো এদিন নিজের হাতে  নিজের বিধানসভা কেন্দ্রে সদর্পে 'বাংলার লজ্জা মমতা'লেখা পোস্টার লাগালেন বিধায়িকা শিখা চ্যাটার্জি। যদিও এদিন এই কাজে পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করতে চাইলে তিনি তাদের সাদরে আমন্ত্রণ জানান।

এদিন শিখা চ্যাটার্জি জানিয়েছেন, 'পোস্টার লাগানোর জন্য আমাদের দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। এখন আমি নিজের হাতে পোস্টার লাগাচ্ছি, পুলিশ চাইলেই আমাকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে। যদি ওনাদের মনে হয় গণতান্ত্রিক অধিকার খর্ব করবেন তাহলে অবশ্যই আমাকে গ্রেফতার করবেন।'

ভিডিয়ো

Kitchen accessories online