নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - পঞ্চায়েত ভোট পর্ব থেকে একাধিকবার উত্তপ্ত হয়েছে রাজ্য। ভোট মিটলেও সেই পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি।বারেবারে রাজ্যের বিভিন্ন জেলায় মিলেছে রাজনৈতিক সংঘর্ষের খবর। এবার তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নম্বর ব্লকের গোপীগঞ্জ এলাকায়। আহত দুই দলেরই বেশ কিছুজন।
স্থানীয় সূত্রের খবর , গত ১১ই জুলাই ভোটের রেজাল্ট বেরোলে সেখানে পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নম্বর ব্লকের গোপীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে সিপিএমকে হারিয়ে তৃণমূল জয়ী হয়। ফলে এলাকায় যেখানে সিপিএমের ঘাঁটি ছিল সেই ঘাঁটিও হারায় তারা। এরপর থেকেই বিভিন্ন কারণ নিয়ে ঝামেলা চলছিল সিপিএম ও তৃণমূলের। গতকাল রাতে দুই দলের এই ঝামেলা বাড়ে। বচসা থেকে ঝামেলা সংঘর্ষের রূপ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করে দুই দলের বেশ কিছু আহত ব্যাক্তিকে। বর্তমানে আহত অবস্থায় ঘাটাল দাসপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুই পক্ষের বেশ কিছুজন।
এই ঘটনায় আহত তৃণমূল কর্মী মাধব দে বলেন, “আমি তৃণমূলের সামান্য একজন কর্মী। আমায় ও আরও বাকিদের সুজিত বেড়া, প্রশান্ত বেড়া প্ল্যানিং করে মারধর করেছে। ওরা সিপিএমের লোক। ওরা ভোটে হেরে গেছে। সেই রাগে এই ঝামেলা করেছে ওরা।”
অপরদিকে সিপিএম নেতা শোয়েব আহমেদ বলেন, “ভোটে হার জিত আছে। তারমানে এই নয় যে যারা জিতেছে তারা সন্ত্রাস তৈরি করবে। তারা ভোটারদের ট্রেস করবে। যারা তৃণমূলকে ভোট দেয়নি তাদের ওপর অত্যাচার করবে। এটা হতে পারে না। উল্টে ওরা মিথ্যা অভিযোগ করছে। আইনের দ্বারা সহানুভূতি পাবার জন্য আগাম প্রস্তুতি করছে।”
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে