নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - পঞ্চায়েত ভোট কে কেন্দ্র করে মনোনয়নের শুরুতেই শুরু হয়েছে হিংসা। ভোট মিটে গেছে। জেলায় জেলায় মিটেছে বোর্ড গঠনেরও প্রক্রিয়া। কিন্তু ভোট পর্বে যে অশান্তি শুরু হয়েছিলো সেই ধারা এখনো অব্যাহত। এবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং আইএনটিটিইউসির সভাপতির ওপর হামলা। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বুধবার ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার অন্তর্গত মারাপুর চা বাগান অঞ্চলে।
সূত্রের খবর , আইএনটিটিইউসির মারাপুর চা বাগানের ইউনিট সভাপতি হলেন মনোজ কুমার সাউ। বুধবার প্রায় দশ জন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে মারাপুরের পঞ্চায়েত সদস্য সুনীল মিনজের বাড়িতে যায়। কিন্তু তাঁকে খুঁজে না পেয়ে আইএনটিটিইউসির মারাপুর চা বাগানের ইউনিট সভাপতি মনোজ কুমার সাউর বাড়িতে ছুরি নিয়ে হামলা চালায়। ছেলেকে দুষ্কৃতীদের হাত থেকে বাচাতে গিয়ে জখম হন মনোজ কুমার সাউর মা জানকি সাউ। চোখে ছুরির আঘাত লাগে জানকি শার।এবং ছুরির আঘাতে জখম হন আইএনটিটিইউসি নেতা মনোজ কুমার সাউ।
এই হামলার অভিযোগ মূলত বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীরা পালিয়ে গেলে স্থানীয়রা নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে আনেন। আপাতত নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন দুজনেই। নকশালবাড়ি থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মনোজকুমার সাউ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই হামলায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
হামলায় আহত মনোজকুমার সাউ বলেন, “কাল আট দশ জন ছেলে এসে মারপিট করে। আমার উপর হামলা চালায়। আমার মা বাধা দিতে এলে তাকেও আঘাত করে। আমার মায়ের চোখে লেগেছে। আমারও চোখের উপর আর নাকে লেগেছে। ওরা সব বিজেপির ছেলে ছিল। তবে আমি এ বিষয়ে পুরো কনফার্ম নই।”
যদিও নকশালবাড়ি বিজেপি নেতা দিলীপ বারুই বলেন, “বেলগাছিতে কারা এমন ঘটনা ঘটিয়েছে আমার জানা নেই। নকশালবাড়ি থানার ওসি প্রদীপ ত্রিখাতি জানান , অভিযোগ দায়ের হয়েছে। আপাতত আশিশ কয়া এবং কুনাল প্রজা নামে দুজনের পরিচয় পাওয়া গিয়েছে। বাকিদের খোঁজ চলছে।এরা কেউ আমাদের লোক নয়। তৃণমূল নিজেরাই নিজেদের মধ্যে নাটক করে আমাদের নামে দোষ দিচ্ছে।একটা অপবাদ দেবার চেষ্টা চালাচ্ছে ”
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার ভাই আবেদন জানান