নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ব্যাপক ক্ষোভ প্রকাশ দলেরই একাংশের। শনিবার বিকেলে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বড়শাল এলাকায় সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে রীতিমতো দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পরতে হল তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পরে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন সায়ন্তিকা-সহ তৃণমূলের স্থানীয় কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , গতকাল দিনভর বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকার সঙ্গী ছিলেন স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা। কর্মসূচির অঙ্গ হিসাবে এলাকার চৌশাল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে বেরিয়ে আসার সময় স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ সায়ন্তিকার গাড়ি ঘেরাও করে বিক্ষোভে ফেটে পরেন।দীর্ঘদিন তৃণমূলে যোগ দেওয়ার পরেও দলের বিভিন্ন কর্মসূচিতে ডাক না পাওয়ার অভিযোগ তোলেন তারা।
এই নিয়ে বিক্ষোভকারীদের দাবি, দলের অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতি দলের কোনও কর্মসূচিতে তাদের ডাকেন না। দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পরে স্বাভাবিক ভাবেই অস্বস্তি বোধ হয় সায়ন্তিকার। বিক্ষোভকারীদের বুঝিয়ে এলাকা ছাড়তে হয় সায়ন্তিকা-সহ তৃণমূলের নেতা কর্মীদের।
এই নিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ক্ষোভ বিক্ষোভ কিছু হয়নি। একটি পরিবারে থাকতে গেলে কারও মান, অভিমান বা ঝগড়া হতেই পারে। কিন্তু দিনের শেষে আমরা একই পরিবারে থাকব। এর সুযোগ বিজেপি নিতে পারবে না।’’ এদিকে এই নিয়ে বিজেপির দাবি, ‘‘তৃণমূলের নেতা-নেত্রীরা দুর্নীতিতে ডুবে রয়েছেন। তাই কর্মীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। এটা তৃণমূলের অশনি সঙ্কেত।’’
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের