নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - একদিকে রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতি, তোলাবাজি ইত্যাদি কূটনৈতিক কাজ অব্যাহত। এবারে সামনে আসলো এক তৃণমূল নেতার নাচ। সেই নাচ কেবল নাচ নয় ,এ যেন চটুল নৃত্য। টাকা ছড়িয়ে এক তরুণীকে জড়িয়ে ধরে মঞ্চে সকলের সামনে নৃত্য পরিবেশন করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল নেতা সন্তোষ পাসওয়ান। ভাইরাল হল হোলির দিনের এই ভিডিও। যাকে ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়, সেইসঙ্গে রাজনৈতিক ক্ষেত্রেও তীব্র কটাক্ষ তৃণমূল নেতাকে ঘিরে।
স্থানীয় সূত্রে জানা গেছে , হোলির দিন অর্থাৎ গত আট মার্চ পাণ্ডবেশ্বরের একটি বিদ্যালয়ের সামনে একটি অনুষ্ঠান চলছিল।সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সন্তোষ পাসওয়ান। এরপরই সেই এলাকা থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সর্বত্র। ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল নেতা তার সামনে রয়েছেন এক তরুণী ।একটি গানে তৃণমূল নেতাকে জড়িয়ে ধরে ক্রমাগত নৃত্য পরিবেশন করছেন সেই তরুণী। এদিকে তরুণীর সঙ্গে তাল মিলিয়ে তরুণীর গায়ে টাকা ছড়িয়ে দিচ্ছিলেন তৃণমূল নেতা।
এই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক ক্ষেত্রে তোলপাড় শুরু হয় ।যদিও এই ভিডিও ভুয়ো বলে অস্বীকার করেছেন তৃণমূল নেতার সন্তোষ পাসওয়ান। তৃণমূল নেতার দাবি, তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠিকই ,তবে বিষয়টি এইভাবে হয়নি, ভিডিওটি অনেকাংশে এডিটেড। তাকে বদনাম করার জন্য বিজেপি একটি ছক্ কষেছে বলে তিনি দাবি করেছেন। সেইসঙ্গে জানান এলাকার শিশু থেকে বৃদ্ধ সকলেই তার চরিত্র সম্পর্কে জানেন, তিনি কখনোই এই কাজ করে থাকতে পারেন না।
যদিও এলাকার বিজেপি নেতার দাবি, রাজ্যজুড়ে একে তো নিয়োগ- দুর্নীতি অব্যাহত।বিভিন্ন তৃণমূল নেতারা প্রতিদিন গ্রেফতার হচ্ছেন, যার দ্বারাই বোঝা যাচ্ছে তৃণমূল দল একটি চোরের দল ।সেখানে ভালো মানসিকতার মানুষ পাওয়া খুব কষ্টসাধ্য। তাই এই ভিডিও দেখে অস্বাভাবিক হওয়ার কিছু নেই ,তারা বরাবরই এই ধরনের কাজ করে চলছে। রাজ্যের সরকার প্রতিনিয়ত এই ধরনের অশ্লীল কাজ করে চলছে যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
ভারত – ১৭
থাইল্যান্ড – ০
ইতিহাসের পাতায় নাম লেখাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
অগ্নিবীর টেকনিক্যাল পরীক্ষার প্রস্তুতিতে আজ গণিত
রবিবার ৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মধ্যে লড়াই চলে
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
গতকাল যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল এটি তারই উত্তরপত্র
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
ANM & GNM প্রস্তুতিতে আজ পরিবেশবিদ্যা
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮
সোমবার সকাল থেকে আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে
এই নিয়ে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৯
ধৃত ২ তৃণমূল কর্মী অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামী , গোটা গ্রামে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
এক নজরে দেখে নিন আজকের ট্রাফিক আপডেট