নিজস্ব প্রতিনিধি, লন্ডন - ইংল্যান্ডের ‘টু কাউন্টিস ক্রিকেট চ্যাম্পিয়নশিপে’ ডিভিশন ওয়ান ম্যাচে ঘটল একটি আশ্চর্য ঘটনা। অফস্টাম্প লাইনের মাইলখানেক বাইরে পরা একটি বল সেখান থেকে এতটাই সুইং করল যে বল স্টাম্পে আছড়ে পরে। এরকম ডেলিভারি দেখে দেখে হতবাক হয়ে গিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।
ইংল্যান্ডের ‘টু কাউন্টিস ক্রিকেট চ্যাম্পিয়নশিপে’ ডিভিশন ওয়ান ম্যাচে মুখোমুখি হয়েছিল মিলডেনহল এবং হ্যাডলে ক্রিকেট ক্লাব। সেই ম্যাচের ১১.১ তম ওভারে জস হ্যান্ডির বল অফস্টাম্পের অনেকটা বাইরে পরে। বলটা বাইরে যাবে বলে ছেড়ে দেন ব্যাটার কুদজাই মাউনজে। কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি যে ওই বলটাই তাঁর অফস্টাম্প ছিটকে দেবে। বলটা স্টাম্পে আছড়ে পড়ার পর কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন কুদজাই। তারপর হেঁটে মাঠের বাইরেচলে যান। অন্যদিকে, উচ্ছ্বাসে ফেটে পড়েন হ্যান্ডি এবং মিলডেনহলের খেলোয়াড়রা।
তবে এরকম দুরন্ত বল করা সত্ত্বেও ম্যাচ জিততে পারেনি মিলডেনহল। এখন ভাইরাল হয়ে গিয়েছে সেই সুইং বলের ভিডিও। নেটিজেনদের অনেকেই জেমস অ্যান্ডারসনকে ট্যাগ করে বলেন, ‘আপনি কি এই বলটা টেস্টে করতে পারবেন?’ অনেকে সেই ভিডিও শেয়ারও করেছেন। মোটামুটি সবারই একটাই প্রতিক্রিয়া ছিল, ‘এটা কীভাবে অসম্ভব?’ অপর একজন বলেন, ‘আমি সারাদিন যতটা ঘুরেছি, তার থেকে বেশি ঘুরেছে এই বল'।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
শেষবার জোরে বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
আইসিসির ক্রমতালিকায় ফের বিরাটকে ছাপিয়ে গেলেন পাক অধিনায়ক
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
আসন্ন ইংল্যান্ড টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বোলার জসপ্রীত বুমরা
ম্যাচের শেষে ফলাফল ১১-২১, ১৭-২১
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
ম্যাচের শেষে ফলাফল ২১-১২, ২১-১৭