তুফানগঞ্জে আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য , অভিযোগের তীর তৃণমূলের দিকে

অক্টোবর ০৩, ২০২৩ দুপুর ১২:৫৮ IST
651bc0640c8ea_IMG-20231003-WA0034

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ফের শাসক ও প্রধান বিরোধীদলের দ্বন্দ্ব প্রকাশ্যে। বিজেপি পঞ্চায়েত সদস্যকে আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জে। এমনকি পঞ্চায়েত সদস্যের স্বামীকেও মেরে মাথা ফাটিয়ে দেবার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আহত পঞ্চায়েত সদস্যের স্বামীকে আপাতত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর , মঙ্গলবার সকালে তুফানগঞ্জ এলাকায় কয়েকজন দুষ্কৃতী মারধর করে ওই এলাকার পঞ্চায়েত সদস্যা সনেক রায়ের স্বামীকে। তাঁকে বাঁচাতে এলে সনেকা রায়কেও মারধর করা হয় বলে জানা যায়। এমনকি তার ছোটো একটি কারখানা ছিল সেখানেও ভাঙচুর চালানো‌ হয় বলে অভিযোগ। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের তীর শাসক দলের দিকে।

এই বিষয়ে বিজেপি পঞ্চায়েত সদস্য সনেকা রায় বলেন, "অনেকদিন ধরেই তৃণমূলের লোকজন আমাদের মারধর করার হুমকি দিচ্ছিলো। আজ সুযোগ বুঝে আমার স্বামীকে মারধর করে। আমি বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়। এমনকি আমাদের মিল ভেঙে দেওয়া হয়।"

ভিডিয়ো

Kitchen accessories online