নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ট্যুইটারে ফিরতেই ফের ফুঁসে উঠেছেন কঙ্গনা। ফের করলেন বিতর্কিত মন্তব্য! তবে এবারে সেই মন্তব্য পাঠানকে নিয়ে।এই তো 'পাঠান' নিয়ে ভালো ভালো কথা বলছিলেন,তবে আবার কী হল কঙ্গনার! বিগত ২৫ জানুয়ারি ইমারজেন্সি’ র্যাপ আপ পার্টি শেষে 'পাঠান' নিয়ে প্রশংসা করে বলেছিলেন, এধরনের ছবির সাফল্য পাওয়াই উচিত। তাহলে হঠাৎ কী ঘটল?
সম্প্রতি পাঠানের সাফল্য নিয়ে করণ জোহর বলেছেন, ‘ভালোবাসা সবসময় ঘৃণার উপরে স্থান পায়’। করণের এমন মন্তব্যের কারণটা সকলের কাছেই স্পষ্ট। বিশ্বব্যাপী ব্যবসায় 'পাঠানের ১০০ কোটির ক্লাবে ঢুকে পরেছে। 'পাঠান' ছবির 'বেশরম রং' গানটি নিয়ে লাগাতার বিতর্ক, 'বয়কট' ট্রেন্ডকে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে সাফল্যের মুখ দেখছে শাহরুখের 'পাঠান'। আর সেকরণেই করণ বলেছেন, ভালোবাসা ঘৃণার উপরে জায়গা করে নিয়েছে।
তবে করণের মন্তব্যতেই রেগে উঠেছেন কঙ্গনা। হঠাৎই পাল্টি খেয়ে কঙ্গনার দাবি, ‘পাঠান ছবিতে শত্রু দেশ পাকিস্তানকে সুন্দর দৃষ্টিতে দেখানো হয়েছে।’
ট্যুইটারে কঙ্গনা লিখেছেন, ‘যারা বলছেন পাঠান ছবিটি ঘৃণার উপরে ভালোবাস দিয়ে সকলের মন জিতে নিয়েছে, তাঁদের সঙ্গে আমি একমত। কিন্তু কার ঘৃণার উপরে গিয়ে ভালোবাসা জিতে গিয়েছে? যারা একথা বলছেন তাদের জানা উচিত টিকিট যারা কিনছেন, যারা ভালোবাসা দেখাচ্ছেন, তারা সকলেই কিন্তু ভারতবাসী। আর এদেশে ৮০ শতাংশ হিন্দু বাস করেনৎ অথচ পাঠান ছবিতে শত্রু দেশ পাকিস্তান ও পাক গুপ্তচর সংস্থা ISI-কে ভালো চোখে দেখানো হয়েছে। ঘৃণার উপরে গিয়ে ভারতের এই চেতনাই মহান করে তোলে।'
এখানেই শেষ নয় , পাঠান ছবিতে আফগানদের প্রশংসা প্রসঙ্গে কঙ্গনা লেখেন, ‘আমি বিশ্বাস করি, ভারতীয় মুসলমানরা দেশপ্রেমিক ও আফগান পাঠানদের থেকে অনেক আলাদা …। তবে আসল কথা হল, ভারত কখনই আফগানিস্তান হবে না, আমরা সবাই জানি আফগানিস্তানে কী ঘটছে, সেদেশ এখন নরকের থেকেও খারাপ। তাই গল্প অনুসারে ‘পাঠান’ সিনেমার উপযুক্ত নাম হওয়া উচিত ছিল ‘ভারতীয় পাঠান’। কঙ্গনার কথায়, 'এটি ভারতের ভালবাসা যা শত্রুদের ঘৃণা ও ক্ষুদ্র রাজনীতিকে জয় করেছে। কিন্তু যারা একটু বেশিই আশা করছেন তাদেরকে বলি , দয়া করে নোট করুন... পাঠান শুধু এক ছবি, তবে জয় শ্রী রাম...জয় শ্রী রাম এই ধ্বনিটা সবসময়ের জন্য অনুরণিত হবে।
প্রসঙ্গত , বক্স অফিসে সমস্ত রেকর্ড ভাঙছে শাহরুখ খানের ‘পাঠান’। অ্যাকশন ছবিটি ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে , মুক্তির পর মাত্র ১ দিনেই বিশ্বব্যাপী ১০৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।