নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে পুলিশের পর এবারে ফুটে উঠল তৃণমূল নেতার মানবিক রূপ। পরীক্ষা চলাকালীন হঠাৎই বুকে ব্যথা শুরু হয় এক ছাত্রীর,সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আর এই খবর পাওয়া মাত্রই অসুস্থ ছাত্রীকে দেখতে হাসপাতালে ছুটে যান তৃণমূল বিধায়ক। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত গৌরবাজার এলাকায়।অসুস্থ ছাত্রীর নাম রমা পাল,তিনি পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত গৌরবাজার স্কুলের ছাত্রী।তবে তার পরীক্ষার সিট পরেছে গোগলা পঞ্চায়েতের নতুনডাঙা উচ্চ বিদ্যালয়ে।এই ঘটনায় তৃণমূল নেতাকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী সহ পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পরে রমা পাল। যদিও বাড়ি থেকে সুস্থ অবস্থাতেই পরীক্ষা দিতে এসেছিলেন তিনি। কিন্তু পরীক্ষা দেওয়ার এক ঘন্টা পর হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়। দু'বার বমিও করেন। এরপর আর কোনওরকম ঝুঁকি না নিয়ে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। অন্যদিকে, এই ঘটনার খবর পাওয়া মাত্রই, লাউদোহা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাজির হন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।সেখানে পৌঁছে তিনি অসুস্থ ছাত্রীর সঙ্গে কথা বলেছেন।এছাড়াও কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গেও।
এরপর পরীক্ষা কেন্দ্রের তরফ থেকেই রমা পালের বাবা দীপক পালকে খবর দেওয়া হয় তিনিও খবর পাওয়া মাত্র হাসপাতালে পৌঁছন।এই বিষয়ে তিনি জানিয়েছেন, সকালবেলার সুস্থই ছিল মেয়ে। খেয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। তবে হঠাৎ অসুস্থ হওয়ায় স্কুলের শিক্ষকরা তাকে হাসপাতালে ভর্তি করেছেন।
অন্যদিকে, এই খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই বিষয়ে তিনি জানিয়েছেন, সবরকম ভাবে অসুস্থ ছাত্রীর পরিবারের পাশে আছেন তিনি। ওই ছাত্রীকে দুর্গাপুরের কোনও বেসরকারি হাসপাতালে দেখানোর যদি প্রয়োজন হয়, তাহলে সবরকম ভাবে সাহায্য করবেন বলেও আশ্বাস দিয়েছেন।
আগামী ১৪ই জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের
ছাত্রলীগ নেতা জসিম হত্যাকান্ডে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল
ভারত – ১৭
থাইল্যান্ড – ০
আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালানোর অভিযোগে নিপুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল
বাঁকুড়া-মালদহ সহ একাধিক জেলায় পথ অবরোধ করে বিক্ষোভ কুড়মিদের
ইতিহাসের পাতায় নাম লেখাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
অগ্নিবীর টেকনিক্যাল পরীক্ষার প্রস্তুতিতে আজ গণিত
রবিবার ৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মধ্যে লড়াই চলে
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
গতকাল যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল এটি তারই উত্তরপত্র
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
ANM & GNM প্রস্তুতিতে আজ পরিবেশবিদ্যা
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮