এই ধরনের দুর্যোগ কারন ছাড়া ঘটে না , উত্তরবঙ্গে পরিদর্শনে এসে মন্তব্য রাজ্যপালের

অক্টোবর ০৫, ২০২৩ দুপুর ০১:১৭ IST
651e53492b008_IMG-20231005-WA0011

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - সিকিমের হরপা বানে বন্যা কবলিত উত্তর বঙ্গ। এই পরিস্থিতিতে মুখ্য সচিবের কাছে উত্তরবঙ্গের ভয়াবহ চিত্রের পূর্নাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে রাজভবনের তরফে। এবার পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়িতে খোদ রাজ্যপাল। বন্যা কবলিত পরিস্থিতির কারণে তার দিল্লি সফর কাটছাঁট করে এদিন শিলিগুড়ি পরিদর্শন করেন সিভি আনন্দ বোস।

সূত্রের খবর , সিকিমে প্রবল বৃষ্টির কারনে একাধিক কংক্রিটের বাঁধে ফাটল ধরেছে। ভেঙে পড়েছে একাধিক সড়ক সহ ব্রিজও। এই পরিস্থিতিতে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একাধিক এলাকা জলমগ্ন হয়েছে। এই আবহে উত্তর বঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ি গেলেন রাজ্য পাল। এরপর তিনি কালিম্পং যাবেন বলে খবর। এরপর সংশ্লিষ্ট দফতরের অধিকারিকদের জরুরি কালীন নির্দেশ দেবেন রাজ্যপাল।

এই প্রসঙ্গে রাজ্যপাল জানান, "আমি কেন্দ্রের প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন দফতরের সঙ্গে যুক্ত ছিলাম। তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ধরনের দুর্যোগ হঠাৎই কারন ছাড়া ঘটে যায় না। উন্নয়নের নামে মানুষের অবিরাম প্রকৃতিকে আঘাত করছি তাতেই প্রকৃতি ক্ষুন্ন হয়ে এই ঘটনা। তবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হবে খুব শীঘ্রই।"

ভিডিয়ো

Kitchen accessories online