নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - বৃষ্টির মরসুম আসতেই চাষীদের জন্য গঙ্গারামপুরে পালিত হল উদ্যান পালন সপ্তাহ। এদিন উদ্যান পালন সপ্তাহকে উপলক্ষ্যে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন দক্ষিণ দিনাজপুর জেলার উদ্যান পালন দফতর। পাশাপাশি কৃষকদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন চারা গাছ , সঙ্গে দেওয়া হয় বর্ষাকালীন পেঁয়াজের বীজও।
এদিন গঙ্গারামপুর ব্লক প্রাঙ্গণে আয়োজন করা হয় উদ্যান পালন সপ্তাহের। উপস্থিত ছিলেন মহকুমা উদ্যান পালন আধিকারিক সুমন কর, দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন বিভাগের বিশেষজ্ঞ সিদিক্কুল্লাহ ইসলাম। তাছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রুমা রায়, ব্লকের জয়েন বিডিও সহ অন্যান্যরা।
প্রায় ৫০ জনের বেশি কৃষককে এদিন প্রশিক্ষণ দেন তারা। এদিনের প্রশিক্ষণ শিবিরে বর্ষাকালীন বাগানের ফল, অসময়ে সবজি এবং বর্ষাকালীন পেঁয়াজ চাষের বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় কৃষকদের। এদিন প্রশিক্ষণ দেন জেলা উদ্যান পালন দফতরের আধিকারিকরা। তার পাশাপাশি কৃষকদের হাতে তুলে দেওয়া বিভিন্ন ধরনের ফলের চারাগাছও।
উদ্যান পালন দফতরের মহকুমা আধিকারিক সুমন কর বলেন,‘রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগের পক্ষ থেকে এই উদ্যান পালন সপ্তাহ ২০২২ এর নতুন উদ্যোগ নেওয়া হয়। তারই একটা প্রোগ্রাম গঙ্গারামপুরে আজ আমরা পালন করছি।এইদিন প্রায় ৫০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়াও এই সময়ের এবং অন্যান্য সময়ের অনেক ফলের চারা বিতরণ করেছি।যারা অসময়ে পেঁয়াজ চাষে ইচ্ছুক তাদের হাতে পেঁয়াজের বীজ তুলে দেওয়া হয়েছে।অন্যদিকে যারা জৈব চাষে আগ্রহী তাদের হাতে জৈব সার তুলে দিয়েছি।'
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
ব্রেকফাস্টেও চাইলে বানিয়ে নিতে পারেন এই তালের ক্রেপস
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত