নিজস্ব প্রতিনিধি, উজ্জয়িনী - অবশেষে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধরপাকড় পুলিশের। অবশেষে অভিযুক্ত হিসাবে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। অটোর পিছনের আসনে পাওয়া গিয়েছে রক্তের দাগ। এই অভিযোগের ভিত্তিতেই ওই অটোচালককে গ্রেফতার করা হয়েছে। আপাতত সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেইসঙ্গে আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গতকাল উজ্জয়িনীতে অর্ধনগ্ন অবস্থায় দ্বারে দ্বারে সাহায্যের জন্য ঘুরে বেড়াতে দেখা গেলো একটি ১২ বছরের মেয়েকে। পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত। সাহায্যের জন্য এগিয়ে আসছেন না কেউ।মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলার বারনগর এলাকার এই ঘটনা। রাস্তায় বিধ্বস্ত মেয়েটি কাতর আর্তি শুনে সাহায্যের জন্য এগিয়ে আসছে না কেউ। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি ডাক্তারি পরীক্ষা হয়েছে। ধর্ষণ করা হয়েছে ওই নাবালিকাকে। রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজই ভাইরাল হয়েছে। এক আশ্রমের পুরোহিত মেয়েটির বিষয়ে আমাদের জানান। কোথাও আশ্রয় না পেয়ে মন্দিরে যায় মেয়েটি। নাবালিকাকে ওই অবস্থায় দেখে তার গায়ে একটি তোয়ালে জড়িয়ে দেন পুরোহিত। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত করেন তাকে ধর্ষন করা হয়েছে। পরে ইন্দোরে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।