নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - আগামী ৯ আগস্ট মুক্তি পেতে চলেছে অয়ন মুখার্জি পরিচালিত, রণবীর কাপুর ও আলিয়া ভট্ট অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র'। মুক্তির আগেই ছবিটির কয়েক লক্ষ টাকার টিকিট বিক্রি হয়ে গেলেও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে বয়কট ডাকের সম্মুখীন হয়েছে ছবিটি। তবে এবার বজরং দলের বিক্ষোভের মুখে পরলো ছবির কলাকুশলীরা। উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ঢুকতে দেওয়া হলো না রণবীর কাপুর ও আলিয়া ভট্টকে।
ইমতিয়াজ আলী পরিচালিত 'রকস্টার' ছবি প্রচারে এসে রণবীর কাপুর জানিয়েছিলেন তার পরিবার ও তিনি নানা ধরনের মাংসের পাশাপাশি গোমাংস খেতে ভালোবাসেন। এবার 'ব্রহ্মাস্ত্র' মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছে ভিডিওটি, এরপরই গত মঙ্গলবার ছবি মুক্তির আগেই উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিতে যান রণবীর কাপুর, আলিয়া ভট্ট ও ছবির পরিচালক অয়ন মুখার্জি। সেখানে উপস্থিত হন বজরং দলের সমর্থকরা, অভিনেতার মন্দিরে ঢোকার প্রতিবাদের শুরু হয় বিক্ষোভ।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ। এমনকি ভিড় নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরও বিক্ষোভের জেরেই মন্দিরে প্রবেশ করেননি রণবীর ও আলিয়া। মহাকাল দর্শন ও পুজোর জন্য মন্দিরে ঢোকেন কেবলমাত্র পরিচালক অয়ন মুখার্জি। এরপর ইন্দোর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন তারা। 'ব্রহ্মাস্ত্র' ছবিতে রণবীর কাপুর ও আলিয়া ভট্টের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চন ও নাগার্জুনের মতো তারকাদেরও।
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা