নিজস্ব প্রতিনিধি , হাওড়া - উলুবেড়িয়া পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে মিলল ভ্রূণ। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভ্রূণ গুলো উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্য দফতরের কর্মী এবং পুরসভার কর্তারা। ঘটনায় সরাসরি আঙুল উঠছে এলাকার বেসরকারি নার্সিংহোম গুলোর দিকে। পুরসভার পক্ষ থেকে কমিটি গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
এদিন সকালে ডাম্পিং গ্রাউন্ডে কাগজ কুড়ানিরা ওই ভ্রূণগুলো দেখতে পায়। উলুবেড়িয়া পুরসভা এবং মহকুমা হাসপাতাল সূত্রে খবর , আজ মোট ১৭টি ভ্রূণ উদ্ধার হয়েছে। তার মধ্যে দশটি কন্যা ভ্রূণ এবং ছয়টি পুত্র এবং একটি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা যায় নি।
সূত্রের খবর , ভ্রূণগুলি উদ্ধারের পরই পুরসভার কর্তাদের ওপর ক্ষোভে ফেটে পরে এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ , এই ঘটনার সঙ্গে পুরসভার একাংশ কর্মী প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে। এর আগেও অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে। বারবার পুরসভার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয় নি বলেই জানান বাসিন্দাদের একাংশ।
অন্যদিকে , পুরসভা সূত্রে খবর , উলুবেড়িয়ার ওই এলাকায় প্রায় ৩০টিরও বেশি নার্সিংহোম রয়েছে। তাদের বেশিরভাগই মৃত ভ্রুণগুলোকে শতমুখি শ্মশান বা তার আশেপাশে কোথাও মাটিতে পুঁতে দেয়। কেউ হয়তো সেগুলো মাটিতে না পুঁতে প্যাকেটে ভরে ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দিয়ে গেছে।
পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান অমৃতবাজারের সাংবাদিককে জানিয়েছেন , আগামী সোমবার পূরকর্তারা বৈঠক করবেন এই বিষয়ে। তদন্ত কমিটিও গঠন করা হবে। কমিটির রিপোর্টের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এই বিষয়ে একাধিক মহলে বিভিন্ন প্রশ্ন ঘোরা ফেরা করছে। উলুবেড়িয়া পুরসভা কি যথাযথ নজরদারি চালাচ্ছে না? স্থানীয় হাসপাতাল গুলোয় কত শিশু মারা যাচ্ছে তার রেকর্ড কি নেই পুরসভার কাছে? এই পুরসভা এলাকায় কি বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ চলছে?
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে