ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনাড়ম্বর বর্ষবরণ

এপ্রিল ১৪, ২০২১ দুপুর ১১:০৮ IST
60767a1786364_Screenshot_2021-04-14 ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা - করোনা পরিস্থিতিতে লকডাউন-এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার সীমিত পরিসরে প্রতীকী কর্মসূচির মাধ্যমে উদযাপিত হল বাংলা নববর্ষ।   

এই উপলক্ষে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ ও প্রতীক নিয়ে অনুষদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্তভাবে প্রতীকী মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রীকে এম খালিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতীকী এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন।   

এই উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “আবহমানকাল থেকে বাংলা নববর্ষকে বরণ করে নেয়ার যে বর্ণিল উৎসব ও ঐতিহ্য, সেটি অসাম্প্রদায়িক, উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন।" করোনার কারণে লকডাউন পরিস্থিতির মধ্যেও সংক্ষিপ্তভাবে প্রতীকী এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করায় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও চারুকলা অনুষদকে ধন্যবাদ জানান।  

ভিডিয়ো