ভ্রমণ পিপাসুদের জন্য উন্মোচন নতুন দিগন্ত, ভূস্বর্গের দুধপট্টি

মার্চ ২৭, ২০২১ দুপুর ১২:২৮ IST

অমৃতবাজার বিশেষ প্রতিবেদন - শ্রীনগর থেকে 45 কিলোমিটার দূরে একটা ছোট্ট জায়গা দুধপট্টি। অনেকেই হয়তো নাম শোনেননি, কিন্তু এখানে এলেই বোঝা যায় সত্যিই কাশ্মীর ভূস্বর্গ। সকলে সুইজারল্যান্ডের নাম জপ করলেও, এটির সৌন্দর্য সুইজারল্যান্ডের থেকেও অনেক বেশি।

সুইজারল্যান্ডের মাউন্ট টিকরিতে ছোট্ট একটি জায়গা নিয়ে বরফ বিরাজমান। কিন্তু দুধপট্টিতে যেন দুধসাদা বরফের সমুদ্র বিরাজমান। যতদূর চোখ যায় শুধু সাদা আর সাদা বরফে ঢাকা,  পাহাড়ের মাথা দেখা যায় না।  জনমানবহীন এই দুধপট্টিতে দাঁড়ালে মনে হবে, সাদা সমুদ্রের উপর দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থাকা যে কতটা আনন্দদায়ক, তা ভাষায় ব্যক্ত করা যায় না।

অমৃতবাজারের সাংবাদিক সরাসরি কাশ্মীরের দুধপট্টি থেকে জানালেন, কাশ্মীরের এই অঞ্চলটির সৌন্দর্য কোনো অংশেই সোনমার্গ,গুলমার্গের চেয়ে কম নয়, বরং দুধপট্টি কাশ্মীরের সৌন্দর্যের মুকুটে আরেকটি পালক যোগ করে। বরফের চাদরে মোড়া, সবুজে ঘেরা এই দুধপট্টি, এক নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে ভ্রমণপিপাসুদের সামনে।

ভিডিয়ো

Kitchen accessories online