উপচার্য নিয়োগে সার্চ কমিটির সদস্যদের তালিকা তৈরি করা হয়ে গেছে , দাবি রাজ্যপালের

সেপ্টেম্বর ২২, ২০২৩ বিকাল ০৫:২২ IST
650d6037b8d7f_Screenshot_2023-09-22-13-49-42-713-edit_com.google.android.googlequicksearchbox

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত চরমে পৌঁছে যায়। জল গড়ায় সুপ্রিম কোর্টে। উপাচার্য নিয়োগে একটি সার্চ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আর সেই নির্দেশ অনুসারে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপচার্য নিয়োগে সার্চ কমিটির সদস্যদের তালিকা তৈরি করা হয়ে গিয়েছে। জানিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শীঘ্রই রাজভবনের তরফে এই কমিটির সদস্যদের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

সূত্রের খবর , উপাচার্য নিয়োগকে ঘিরে সম্প্রতি রাজ্য-রাজ্য়পাল সংঘাত চরমে পৌঁছয়। যার জেরে গত সপ্তাহে হস্তক্ষেপ করে শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতির দীপঙ্কর দত্তর বেঞ্চ জানিয়ে দেয়,  রাজ্য় সরকার, আচার্য এবং ইউজিসি তিন পক্ষকে নিয়ে সার্চ কমিটি তৈরি করবে আদালত। এজন্য ১০ দিনের মধ্যে সব পক্ষকে ৩ থেকে ৫ জন বিশিষ্ট ব্যক্তির নাম পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । আইন মেনে তাঁরা নাম প্রস্তাব করবেন বলে জানিয়েছিলেন মন্ত্রী। তার ঠিক এক সপ্তাহের মধ্যেই নিজের তালিকা প্রস্তুত বলে জানিয়ে দিলেন আচার্য তথা রাজ্যপাল ।

প্রসঙ্গত , কিছুদিন আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস মাঝরাতে গোপন দুটি চিঠি পাঠিয়েছিলেন। তার একটি গিয়েছিল নবান্নে এবং অন্যটি দিল্লিতে। সেই চিঠিতে কী রয়েছে তা নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে । মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন যে, রাজ্যপাল তাকে বিদেশযাত্রার শুভেচ্ছা জানাতেই চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠি ব্যক্তিগত তাই এর বেশি কিছু বলবেন না বলে জানান মমতা। তবে এ নিয়ে রহস্য বজায় রেখেছিলেন রাজ্যপাল।

সেই চিঠি প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “ওই মিস্ট্রি এখন হিস্ট্রি। রাজ্যপাল হিসাবে আমি আমার সম্মানিত মন্ত্রিসভাকে চিঠি লিখেছি। সেটা যদি কোনও এক পক্ষ সঠিক সময় মনে করে, তাহলে প্রকাশ্যে আনবে।”

ভিডিয়ো

Kitchen accessories online