নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - পঞ্চায়েত ভোটের পর আগামী বছর লোকসভা ভোট কে কেন্দ্র করে রাজ্যে সন্ত্রাসের আবহাওয়া। জেলায় জেলায় বাড়ছে অশান্তির খবর। রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় চলেছে মারামারি, বোমাবাজি, ভাঙচুর। তারসঙ্গে চলেছে শাসক-বিরোধী দলের একে অপরকে দোষারোপের পালা। এবার দক্ষিণ ২৪ পরগণার মাথাভাঙায় বিজেপি কার্যালয়ে বোমাবাজি , অভিযোগের কাঠগোড়ায় তৃণমূল।
স্থানীয় সূত্রের খবর , দক্ষিণ ২৪ পরগণার মাথাভাঙার ১ নম্বর ব্লকের নওয়ারহাট পঞ্চায়েত বিজেপির দখলে যায়। গতকাল রাতে সেই নয়ারহাট বাজারের কাছে যে বিজেপি কার্যালয়ে ভাঙচুর হয়। কার্যালয় লক্ষ্য করে চলে বোমাবাজি। তার পরে এই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। এই হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এই বিষয়ে এলাকার বিজেপি নেতা অমল বর্মন বলেন, “এটা পরিকল্পিত ভাবে তৃণমূল করেছে। আমাদের পার্টি অফিসে বোমা রেখেছে এবং পার্টি অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। ওরা আসলে এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে এই সব দুষ্কৃতী যারা এই কাজ করেছে তাদের গ্রেফতারের দাবি জানাই।”
এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। এবিষয়ে তৃণমূল নেতা আলিয়ার রহমান বলেন, “তৃণমূল এটা ইচ্ছাকৃতভাবে আমাদের নামে অভিযোগ করছে। ওরা চক্রান্ত করে আমাদের জনসভাকে ভন্ডুল করার উদ্দেশ্যে এটা করেছে। আমরা মনে করি বিজেপির এটা গোষ্ঠীদন্দ্ব। ওদের নিজেদের লোকেরা ঝামেলা করছে আর চক্রান্ত করে তৃণমূলের নাম খারাপ করার চেষ্টা করছে।”
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
খোদ পুরসভার চেয়ারপার্সনকেই বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে