অমৃতবাজার এক্সক্লুসিভ, সারমিন সুলতানা মন্ডল - ভারত একটি ঐতিহ্যবাহী দেশ। এর আনাচে কানাচে কাহিনী লুকিয়ে আছে যার সাক্ষী এখানকার ভাস্কর্য এবং স্থাপত্য। আতালা মসজিদ তাদেরই মধ্যে একটি। ভারতের উত্তর প্রদেশের জৌনপুরে অবস্থিত একটি মসজিদ যা ১৪ শতকে নির্মিত। দেশ, বিদেশের বহু মানুষ শুধুমাত্র এই মসজিদ দর্শনে এখানে আসেন।
মসজিদটির নির্মাণকার্য খুবই সাধারণ আবার একই ভাবে উৎকৃষ্ট মানের। এর উচ্চতা প্রায় ১০০ ফুটের বেশী। প্রবেশের জন্য তিনটি বিশাল বড়ো গেটওয়ে রয়েছে। মসজিদটির মোট পরিধি ২৪৮ ফুট। মসজিদের কেন্দ্রীয় আঙিনায় মাদারসা দিন দুনিয়া নামে একটি মাদ্রাসা অবস্থিত। মসজিদটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ অধিদফতরের। এছাড়াও ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের স্মৃতিস্তম্ভের তালিকায় রয়েছে। এই মসজিদ নির্মাণের পেছনে আছে একটি ইতিহাস।
সালটা ১৩৭৭। তখন এই এলাকায় আটলা দেবীর একটি পুরনো মন্দির ছিলো। সেই জরাজীর্ণ মন্দিরের ধ্বংসাবশেষের ওপর মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছিল। ১৩৯৩ সালে ফিরোজ শাহের নির্মাণ কাজ শুরু হয়েছিল। এরপর মসজিদটি ১৪০৮ সালে জৌনপুর সালতানাতের ইব্রাহিম শাহ শর্কি দ্বারা সম্পন্ন হয়েছিল।
এটি উত্তর প্রদেশের অন্যতম হেরিটেজ হিসাবে পরিচিত। ধর্মীও অনুষ্ঠানের দিন গুলিতে এখানে প্রচুর মানুষের ভিড় হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ অনুষ্ঠান গুলিতে যোগ দেন। আপনারা চাইলে নিজেদের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে ঘুরতে আসতে পারেন এই মসজিদে।
কিভাবে যাবেন?
হাওড়া থেকে উত্তর প্রদেশগামী ট্রেনে উঠতে হবে। উত্তর প্রদেশ আসার পর গাড়ির মাধ্যমে আপনি জৌনপুরে পৌঁছাতে পারেন। সেখানেই মসজিদটি অবস্থিত।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর