নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - প্রবল বৃষ্টি ও সিকিমের হরপা বানের কারনে শিলিগুড়িও বানভাসী। আর সেই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস উত্তর বঙ্গ সফরে গেছেন। এই সফর ঘিরে উত্তেজনা জড়াল উত্তর বঙ্গে। ১০০ দিনের কাজের টাকার দাবিতে এদিন রাজ্যপালকে বিক্ষোভ শুরু করলেন স্থানীয়রা। পাশাপাশি শিলিগুড়ি সার্কিট হাউসে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। রীতিমত কালো পতাকা দেখানো হলো তাঁকে। উঠল গো ব্যাক স্লোগান।
সূত্রের খবর, সিকিমে মেঘভাঙা বৃষ্টি ও হরপা বানের ফলে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার প্লাবিত ও ক্ষতিগ্রস্ত পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি জলপাইগুড়ি জেলার রংধামালী বিএনপি প্রাথমিক বিদ্যালয় রাজ্য সরকারের তরফে তৈরি ত্রাণ শিবির পরিদর্শনে যান রাজ্যপাল। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। আর রাজ্যপালকে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন দুর্গতরা।
দাবি করেন , ১০০ দিনের বকেয়া টাকা দ্রুত মেটানোর।দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি এইদিন ক্ষতিগ্রস্ত পরিবারদের ১০০০ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। খুব তাড়াতাড়ি বন্যা কবলিত অবস্থা থেকে তাদের বের করার আশ্বাস এদিন দেন রাজ্যপাল।
এদিনে দুর্গতদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান, "আমি গ্রামবাসীদের সরলতাকে খুব ভালোবাসি। তারা জানে কিভাবে একসঙ্গে ভালোবেসে থাকতে হয়। তাদের সঙ্গে দেখা করে আমিও খুব খুশি হলাম। ইতিমধ্যেই তাদের হাতে নগদ ১০০০ টাকা করে তুলে দেওয়া হয়েছে। আগামীতে সব সমস্যারও সমাধান করা হবে।"
অন্যদিকে, বন্যা কবলিতদের সঙ্গে দেখা করার পর যখন রাজ্যপাল শিলিগুড়ি সার্কিট হাউজে ফিরলেন তখন তাকে ঘিরে কালো পতাকা দেখালো তৃণমূলের কর্মীরা। তাদের দাবি, উত্তর বঙ্গ বন্যার পরিস্থিতি দেখতে নয়, রাজনীতি করতে এসেছেন। তা না হলে বন্যা কবলিত পরিস্থিতি দেখতে এসেও কেন তিনি রাজনৈতিক মন্তব্য করছেন। সব মিলিয়ে সার্কিট হাউস চত্বরের পরিস্থিতি বেশ উত্তাল।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।