সিকিমকে ত্রাণের জন্য ৪৫ কোটি সাহায্য করে বাংলাকে বঞ্চনা , মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ অনীত থাপার

অক্টোবর ০৬, ২০২৩ বিকাল ০৬:৫৪ IST
652000615c89f_bad721dfe818f0e6ab6dd9a23c7fd42a

নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - সিকিমের মেঘভাঙা বৃষ্টিতে তৈরি হয়েছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। তিস্তার জলের তোড়ে ভেসে গেছে মানুষ-বাড়ি-রাস্তাঘাট। সিকিমের পাশাপশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়তেও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কালিম্পংয়েও। এই বেহাল অবস্থা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন বৈঠকে কালিম্পংয়ে সেনা নামানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷

সূত্রের খবর , বুধবারের পর আজ সকাল ১১ টা থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে মুখ্য সচিবের সঙ্গে জিটিএ প্রধান অনীত থাপা নবান্নে বৈঠক করেন। এই বৈঠকে কালিম্পংয়ে বেহাল অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের সঙ্গেও ফোনে কথা বলেন জিটিএ প্রধান অনীত থাপা। প্রায় ১ ঘন্টা কথা তার সঙ্গে বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের তরফ থেকে সবরকম আর্থিক সাহায্য করা হবে। এছাড়াও পাহাড়ের ক্ষয়ক্ষতি এলাকায় আলাদা করে পাহাড়ের টিম পাঠানো হবে। যারা পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই উদ্ধারকার্যের জন্য সেনা নামানো হয়েছে।

কিন্তু এরপর এই কথোপকথনে অনীত থাপা কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন করেছেন , সিকিমের বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র ৪৫ কোটি টাকা দিয়েছেন। তবে রাজ্যের এমন অবস্থাতে কেন পাশে নেই কেন্দ্র? এমনকি তিনি এও প্রশ্ন করেন দার্জিলিংয়ে বিজেপি সাংসদ থাকা সত্ত্বেও পাহাড়কে কেন বঞ্চিত করা হচ্ছে?

অন্যদিকে , সিকিম প্রশাসন সূত্রের খবর , সিকিমে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। তিস্তার জলে বাংলায় ভেসে এসেছে আরও ২২টি মৃতদেহ। এরমধ্যে জলপাইগুড়িতে ১৫টি কোচবিহারে ৩টি শিলিগুড়িতে ৪টি দেহ মিলেছে বিপর্যয়ে নিখোঁজ শতাধিক মানুষজন। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। খোঁজ চলছে নিখোঁজ জওয়ানদেরও। লাচেন ও লাচুংয়ে পর্যটক সহ ৭ হাজার জন আটকে। ইতিমধ্যে হেলিকপ্টারে উদ্ধার শুরু করেছে সেনা। তাঁদের জন্য খাবার ওষুধ সরবরাহ করা হচ্ছে।

ভিডিয়ো

Kitchen accessories online