নিজস্ব প্রতিনিধি , হুগলী - গত কয়েক মাস ধরেই উত্তরপাড়া এলাকায় একের পর এক চুরির ঘটনাঘটেই চলেছে। গত কয়েক মাসের মধ্যে প্রায় সতেরোটি বাড়িতে চুরি হয়েছে এবং অবাক করার মত বিষয় যে একই সঙ্গে ছটি বাড়িতে চুরি হয়।
ক্রমাগত ঘটে যাওয়া চুরির ঘটনায় এলাকাবাসীরা ভীতসন্ত্রস্ত হয়ে রয়েছে। উত্তরপাড়ায় চোরের উপদ্রব কমাতে এবং উত্তরপাড়াবাসীকে নিশ্চিন্ত করতে চন্দননগররের পুলিশ কমিশনার অমিত পি যাভাল দীর্ঘক্ষণ ধরে আইসি পার্থ শিকদার এবং উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গে উত্তরপাড়া থানায় বৈঠক চালান l ঐদিন ওই বৈঠকে ডিসিপি অরবিন্দ আনন্দও উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রের খবর , বেশ কিছুদিন আগেই উত্তরপাড়ার নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডক্টর শান্তনু বর্মন কিছুদিন পুজোর ছুটি কাটাতে মধ্যপ্রদেশ বেড়াতে গিয়েছিলেন সেই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে চোরেরা বাড়ির গ্রিল কেটে জানলা ভেঙে সমস্ত কিছু তছনছ করে সবকিছু লুটপাট করে নিয়ে যায় । ঠিক একই রকম প্রক্রিয়ায় ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক গৃহ শিক্ষকের বাড়িতে চোরেরা কেউ না থাকার সুযোগে সিসি ক্যামেরার ইউনিট খুলে এভাবেই লুটপাট করে । তারা আরও জানান যে চোরেদের মূলত ফন্দি হল তারা প্রথমে প্রতিটি বাড়ির নালানর্দমা লক্ষ্য করে দেখেন , সেখান দিয়ে জল যাতায়াত করছে কিনা । সেখান দিয়ে যদি অনেকদিন যাবৎ জল সরবরাহ না হয়ে থাকে তাহলে তারা বুঝে যান বাড়িটি ফাঁকা আছে। সেই সুযোগেই তারা এইসব লুটপাট কান্ড চালান।
পুলিশের তরফে জানানো হয়েছে , তারা বিষয়টিকে নিয়ে খুবই চিন্তিত তাই তারা সমস্যার সমাধানের জন্য ওইদিন ওই বৈঠকটির আয়োজন করেছিলেনl পুলিশ কমিশনার অমিত পি যাভাল জানিয়েছেন ইতিমধ্যেই তারা পরপর ঘটে যাওয়া চুরির ঘটনাগুলির তদন্ত শুরু করে দিয়েছেন। এখনো পর্যন্ত তারা দুটি চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছেন। অন্যদিকে তারা অন্য একটি চুরির ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের দলের কিছু সদস্যকে গ্রেফতার করেছেন এবং বাকিদের খোঁজ তারা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন।
তারা সিদ্ধান্ত নিয়েছেন যে , এলাকায় যে যে জায়গাগুলো তুলনামূলকভাবে ফাঁকা বা যে যে দোকানে বা রাস্তায় চুরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা সর্বদা সেখানে টহলদারির ব্যবস্থা নিচ্ছেন। তিনি এও জানান যে , যেখানকার লোকজন বাড়ি ফাঁকা রেখে অন্যান্য জায়গায় যাচ্ছেন সেই সেই এলাকায় যেন বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয় এই বিষয়টি তিনি ইতিমধ্যেই আইসি পার্থ শিকদারকে এলাকাবাসীদের সঙ্গে মিটিং করে খবরা খবর রাখতে বলেছেন । তাদের মূল উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব এলাকায় চুরির ঘটনা বন্ধ করার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এলাকাবাসীদের স্বস্তি দেওয়া l
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।