নিজস্ব প্রতিনিধি, আমস্টারডাম - রবিবার গভীর রাতে উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডের মুখোমুখি হতে চলেছে বেলজিয়াম। ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে নেদারল্যান্ডের ঘরের মাঠ আমস্টারডাম এরিনায়। এই ম্যাচে জয় পেলেই পয়েন্টের নিরিখে নেদারল্যান্ডকে ছুঁয়ে ফেলবে বেলজিয়াম।
দুই দলই গত ম্যাচে জয় পেয়েছে। পোল্যান্ডের বিরুদ্ধে জিতেছে নেদারল্যান্ড। অপরদিকে ওয়েলসের বিরুদ্ধে জয় পেয়েছে বেলজিয়াম। আজ নেদারল্যান্ডকে রুখে দিতে পারলেই নিজেদের অবস্থান বেশ মজবুত করতে পারবে কেভিন ডি ব্রুয়েনাদের দল। অপরদিকে হেরে গেল নেদারল্যান্ডের থেকে অনেকটাই পিছিয়ে পড়বে তারা।
ভারতীয় সময় অনুসারে ম্যাচটি শুরু হবে রাত ১২:১৫ নাগাদ। ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে সনি টেন নেটওয়ার্কে। এছাড়াও ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে সনি লিভ অ্যাপে। জিও টিভি অ্যাপেও দেখা যাবে এই ম্যাচটি।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।