উয়েফা নেশনস লিগ, নেদারল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মুখোমুখি বেলজিয়াম

সেপ্টেম্বর ২৫, ২০২২ বিকাল ০৫:৫৫ IST
633044f16880e_9bddda6c-7fa1-4596-a558-d08651252291

নিজস্ব প্রতিনিধি, আমস্টারডাম - রবিবার গভীর রাতে উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডের মুখোমুখি হতে চলেছে বেলজিয়াম। ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে নেদারল্যান্ডের ঘরের মাঠ আমস্টারডাম এরিনায়। এই ম্যাচে জয় পেলেই পয়েন্টের নিরিখে নেদারল্যান্ডকে ছুঁয়ে ফেলবে বেলজিয়াম।

বিজ্ঞাপন

দুই দলই গত ম্যাচে জয় পেয়েছে। পোল্যান্ডের বিরুদ্ধে জিতেছে নেদারল্যান্ড। অপরদিকে ওয়েলসের বিরুদ্ধে জয় পেয়েছে বেলজিয়াম। আজ নেদারল্যান্ডকে রুখে দিতে পারলেই নিজেদের অবস্থান বেশ মজবুত করতে পারবে কেভিন ডি ব্রুয়েনাদের দল। অপরদিকে হেরে গেল নেদারল্যান্ডের থেকে অনেকটাই পিছিয়ে পড়বে তারা।

ভারতীয় সময় অনুসারে ম্যাচটি শুরু হবে রাত ১২:১৫ নাগাদ। ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে সনি টেন নেটওয়ার্কে। এছাড়াও ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে সনি লিভ অ্যাপে। জিও টিভি অ্যাপেও দেখা যাবে এই ম্যাচটি।

ভিডিয়ো

Kitchen accessories online